Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ বছরের শিশু ধর্ষণের মামলায় যুবক রিমান্ডে


৩ মে ২০২০ ১৬:২২

ঢাকা: রাজধানীর কদমতলীতে ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় টুটুল (২০) নামে এক ধর্ষককে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (৩ মে) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এর আগে গত শুক্রবার (১ মে) দিবাগত রাতে টুটুলকে কদমতলী এলাকা থেকে গ্রেফতার করেন পুলিশ।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল সন্ধ্যায় টুটুল মুরাদনগর এলাকায় ছয় বছরের একটি শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করলেও টুটুল মাস্ক পড়া থাকায় তাকে চিনতে না পারাই তার ছবি শিল্পীকে দিয়ে স্কেচ করিয়ে নেওয়া হয়। ওই স্কেচ থেকেই ধর্ষককে শুক্রবার রাতে কদমতলী এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধর্ষক টুটুলের বাসা মুগদা এলাকায়। সে কদমতলীতে তার নানা ও খালার বাসায় মাঝে মাঝে ঘুরতে আসতো। এ সুযোগে সে এমন ঘটনা ঘটায়। গ্রেফতারের পর টুটুল ধর্ষণের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।

ওই ঘটনায় গত ২৫ এপ্রিল সন্ধ্যায় শিশুটির বাবা কদমতলী থানায় একটি মামলা দায়ের করেন।

রিমান্ড শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর