হুমায়ূন আহমেদের স্মৃতি বিজড়িত দখিন হাওয়ায় অগ্নিকাণ্ড
৩ মে ২০২০ ১৩:০৯
ঢাকা: রাজধানীর ধানমণ্ডিতে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতি জড়ানো বাড়ি দখিন হাওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) সকালে দিকে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানায়, তিন তলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছিল। বড় কোনো সমস্যা হয়নি। ফায়ার সার্ভিসের ইউনিট যাওয়ার আগেই আগুন নিভে যায়।
কথাশিল্পী হুমায়ূনের জীবনের শেষ কয়েকটি বছর ধানমণ্ডির এই দখিন হাওয়াতেই কেটেছে।
২০১২ সালে তার মৃত্যুর পরও দুই ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে এই বাড়ির ষষ্ঠ তলার ফ্ল্যাটে থাকছেন তাদের মা মেহের আফরোজ শাওন।