Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য ৭টি হোটেল বরাদ্দ


৩ মে ২০২০ ০০:০২

বরিশাল: করোনা মোকাবিলায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতালের করোনা যোদ্ধা হিসেবে পরিচিত শতাধিক চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মচারীদের থাকার জন্য সাতটি থ্রি স্টার মানের হোটেল বরাদ্দ দেওয়া হয়েছে।

করোনা রোগীদের সেবা নিশ্চিত করে নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিতে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এ উদ্যোগ নিয়েছেন।

শনিবার (২ মে) জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, করোনা যোদ্ধাদের জন্য বরাদ্দকৃত হোটেলগুলো হলো- গ্রান্ড পার্ক, সেডোনা, এরিনা, এথেনা, ইস্টার্ন, আলি ইন্টারন্যাশনাল ও রোদেলা।

শুক্রবার (১ মে) বিকেলে থি-স্টার মানের হোটেল গ্রান্ড পার্কে ১০ জন চিকিৎসক এবং হোটেল সেডোনায় ২৭ জন চিকিৎসক এবং নার্স উঠেছেন। পর্যায়ক্রমে অন্যান্য হোটেলগুলোতে চিকিৎসক ও নার্সসহ অন্যান্যরা উঠবেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘শেবাচিমের চিকিৎসক-নার্সসহ অন্যান্যরা যাতে সুস্থ থেকে ও নিজ নিজ পরিবারকে সুরক্ষায় রেখে করোনা রোগীদের সার্বক্ষণিক সেবা দিতে পারেন সেজন্যই হোটেল বরাদ্দ দেওয়া হয়েছে।’

এর আগে স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের সুবিধার্থে দুটি বাস সার্ভিস চালু করা হয়। করোনাভাইরাস মোকাবিলায় জেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছেন বলেও জানান তিনি।

চিকিৎসক স্বাস্থ্যকর্মী হোটেল বরাদ্দ