Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে আশার আলো দেখাচ্ছে গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাব


২ মে ২০২০ ২২:০৬ | আপডেট: ৩ মে ২০২০ ১৩:২১

ঢাকা: বাংলাদেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় নারায়ণগঞ্জকে কোভিড-১৯-এর হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। এরই মধ্যেই এই জেলায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। করোনার অন্যতম হটস্পট হিসেবে ঘোষিত এই এলাকায় এতদিন কোভিড-১৯ নমুনা পরীক্ষার জন্য ছিল না কোনো পিসিআর ল্যাব। ঢাকার ল্যাবগুলোই ছিল সেখানকার মানুষদের ভরসা। তবে পরিস্থিতি মোকাবিলায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের উদ্যোগে গাজী গ্রুপের ব্যবস্থাপনায় স্থাপিত গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাব এখন নারায়ণগঞ্জবাসীকে আশার আলো দেখাচ্ছে।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ সারাবাংলাকে বলেন, ‘নারায়ণগঞ্জে আগে কোনো পিসিআর ল্যাব ছিল না। যে কারণে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করানো সময় সাপেক্ষ হয়ে যেত। কিন্তু নতুনভাবে স্থাপিত গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাবের কারণে এখন অনেক উপকার হবে। আজও সেখানে বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। আমরা আশা করছি, এখন থেকে নমুনা পরীক্ষার ফল দ্রুত পাওয়ায় চিকিৎসা ব্যবস্থাও গতি পাবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: বস্ত্র ও পাটমন্ত্রীর উদ্যোগ: না.গঞ্জেই শনাক্ত হবে করোনা রোগী

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে আরেকটি ল্যাব প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে। কিন্তু সেটি এখনও সময় সাপেক্ষ। আর তাই এই সময়ে গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাবই আমাদের জন্য আশার আলো।’

গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাবের ভাইরোলজিস্ট ডা. রুকসানা রায়হান সারাবাংলাকে বলেন, ‘এরই মধ্যে কোভিড-১৯ নমুনা পরীক্ষার কাজ আমরা শুরু করেছি। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে এখানে নমুনা পাঠানো হচ্ছে।’

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. ইকবাল কবীর সারাবাংলাকে বলেন, ‘আমরা আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিসহ স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে রূপগঞ্জে স্থাপিত গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাবে গিয়েছিলাম। সবকিছুই ঠিকঠাকভাবে চলছে সেখানে। সেখানে এরই মধ্যে কোভিড-১৯’র নমুনা পরীক্ষা শুরু হয়েছে।’

আরও পড়ুন: বস্ত্র ও পাটমন্ত্রীর উদ্যোগে প্রথম বেসরকারি পিসিআর ল্যাব চালু

এদিকে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাবে এখন পর্যন্ত ৯০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতিতে হটস্পট হিসেবে ঘোষিত এই নারায়ণগঞ্জে নমুনা পরীক্ষার জন্য কোনো পিসিআর ল্যাব ছিল না। তবে পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের ব্যক্তিগত অর্থায়নে গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার উদ্যোগে গাজী কোভিড-১৯ রিয়েল টাইম পিসিআর টেস্ট ল্যাব ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

কোভিড-১৯ গাজী গোলাম মর্তুজা পাপ্পা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) টপ নিউজ পিসিআর ল্যাব বস্ত্র ও পাটমন্ত্রী রূপগঞ্জ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর