করোনা পরিস্থিতিতে নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তি পেল ১১ বন্দি
২ মে ২০২০ ১৯:০৯
নওগাঁ: দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে কারাগারের বন্দিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়ায় ১১ জন বন্দিকে নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
শনিবার (২ মে) সকালে ১ম ধাপে (৬ মাস থেকে ১ বছর) পর্যন্ত সাজা ইতিমধ্যে ভোগ করেছে এমন লঘু অপরাধে দণ্ডপ্রাপ্তদের মুক্তি দেওয়া হয়।
নওগাঁর জেল সুপার শাহ আলম খান বলেন, ‘সরকার করোনা পরিস্থিতির কারণে সারাদেশের কারাগার থেকে লঘু অপরাধে দণ্ডপ্রাপ্ত বন্দি এবং যাদের সাজার মেয়াদ বেশির ভাগ ইতমধ্যে খাটা হয়েছে তাদের মুক্তির বিষয়ে ৩টি ধাপে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এ সিদ্ধান্তে অনুযায়ী আজ নওগাঁ কারাগার থেকে লঘু অপরাধের দণ্ডপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়া হয়।’