বৃষ্টির মধ্যেই শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে গার্মেন্টস কর্মীদের ভিড়
২ মে ২০২০ ১৮:৫৮ | আপডেট: ২ মে ২০২০ ১৯:১৩
মুন্সীগঞ্জ: বৃষ্টি মাথায় করেই মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে ছুটে চলেছেন ঢাকাগামী হাজারো গার্মেন্টস কর্মী। শনিবার (২ মে) ৬ষ্ঠ দিনের মতো গার্মেন্টস কর্মীদের ঢল দেখা গেছে দক্ষিণবঙ্গের এ নৌরুট শিমুলিয়া ঘাটে।
ফেরি ও ট্রলারে করে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে আসছেন শত শত গার্মেন্টস কর্মী। চরম দুর্ভোগ সঙ্গী করে ঢাকার মুখে ছুটছেন তারা।
এদিকে, কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি ও ট্রলারে শিমুলিয়া ঘাটে আসলেও ঢাকায় যেতে গার্মেন্টস কর্মীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট থেকে অটোরিকশা, সিএনজি কিংবা রিকশাযোগে সড়কে ভেঙে ভেঙে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলছেন গার্মেন্টসকর্মীরা।
এর আগে, গত বুধবার থেকে প্রতিদিনই শিমুলিয়া ঘাটে ঢাকাগামী পোশাক শ্রমিকদের ভিড় লক্ষ করা যাচ্ছে।
মুন্সীগঞ্জের মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সকালে কাঁঠালবাড়ি ঘাট থেকে যাত্রীবোঝাই করে শিমুলিয়ায় ছেড়ে আসে রো-রো ফেরি শাহ মখদুম, শাহ পরান ও ডাম্প ফেরি রামশিং। ফেরি ৩টিতে শত শত যাত্রী ছিলেন। যাদের বেশির ভাগই গার্মেন্টস কর্মী। ফেরি ছাড়াও ট্রলারে ট্রলারে দক্ষিণবঙ্গ থেকে ছুটে আসছেন যাত্রীরা।