মুন্সীগঞ্জের এক ওসি করোনায় আক্রান্ত
২ মে ২০২০ ১৭:৫৭
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলায় এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়েছেন। মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপার জানান, বর্তমানে পুলিশের এ পরিদর্শককে বাসায় রাখা হয়েছে। তবে তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি।
এ ছাড়া তার সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ সুপার মো. আব্দুল মোমেন জানান, গত ৩০ এপ্রিল ওই ওসির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। থানায় ওসির কক্ষটিতে স্বাস্থ্য সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন কুমার বণিক জানান, পুলিশের ভারপ্রাপ্ত ওই কর্মকর্তার নমুনা সংগ্রহ করে ঢাকায় জাতীয় জনস্বাস্থ্য প্রতিষ্ঠানে পাঠানো হয়েছিল। সেখান থেকে মোবাইল ফোন মেসেজে জানানো হয় তিনি করোনা পজিটিভ।