পেন্সিলে আঁকা স্কেচ দেখে ধর্ষক গ্রেফতার
২ মে ২০২০ ১৭:০৬ | আপডেট: ২ মে ২০২০ ১৮:২২
ঢাকা: শিল্পীর পেন্সিলে আঁকা স্কেচ দেখে রাজধানীর কদমতলীতে ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় টুটুল (২০) নামে এক ধর্ষককে গ্রফতার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার টুটুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (২ মে) সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেন ওয়ারি বিভাগের শ্যামপুর জোনের সহকারী কমিশনার (এসি) শাহ আলম।
তিনি বলেন, ‘গত ২৫ এপ্রিল সন্ধ্যায় টুটুল মুরাদনগর এলাকায় ছয় বছরের একটি শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করলেও টুটুল মাস্ক পড়া থাকায় তাকে চিনতে পারছিলাম না আমরা। পরে তার ছবি শিল্পীকে দিয়ে স্কেচ করিয়ে নেওয়া হয়। ওই স্কেচ থেকেই ধর্ষককে শুক্রবার রাতে কদমতলী এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।’
গ্রেফতার টুটুলের বরাত দিয়ে এসি শাহ আলম বলেন, ‘ধর্ষক টুটুলের বাসা মুগদা এলাকায়। সে কদমতলীতে তার নানা ও খালার বাসায় মাঝে মাঝে ঘুরতে আসতো। এ সুযোগে সে এমন ঘটনা ঘটিয়েছে।’
তিনি আরও বলেন, ‘গত ২৫ এপ্রিল সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করার পর তার বাবা কদমতলী থানায় একটি মামলা করেন। এরপর মুরাদপুর এলাকায় ধর্ষণের স্থানের আশপাশের ১৬টি বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করা হয়। একটি ভিডিও ফুটেজে দেখা যায় যে এক যুবক মেয়েটিকে হাত ধরে রাস্তায় হেঁটে যাচ্ছে। কিন্তু যুবকের মুখে মাস্ক পড়া ছিল বলে তাকে শনাক্ত করা যাচ্ছিল না। পরে সাখওয়াত তমাল নামে আমার এক বন্ধু আছে ভালো স্কেচ আঁকতে পারে। তাকে বিষয়টি জানালাম। পরে সে মাস্ক পড়া ছবি থেকে একটা আনুমানিক ছবি এঁকে দিয়ে বললো এতে ৮০ শতাংশ কাজ হবে।’
এরপর শুক্রবার সকালে তার এ ছবি হাতে পাওয়ার পর সেটি এক-দেড়শ কপি প্রিন্ট করে এলাকার সম্ভাব্য এলাকায় টাঙিয়ে দিয়েছি। মাত্র সাত ঘণ্টার ব্যবধানে তাকে ট্রেস করতে সক্ষম হয় আমরা। পরে রাতেই তাকে গ্রেফতার করি। গ্রেফতারের পর টুটুল ধর্ষণের কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।