Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় ঝুঁকিতে দেশের সবচেয়ে বড় ভাসকুলার সার্জারি ইউনিট


২ মে ২০২০ ১৫:৫৬ | আপডেট: ২ মে ২০২০ ১৭:২৫

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে ঝুঁকির মুখে পড়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগ। দেশের সবচাইতে বৃহৎ এই ভাসকুলার সার্জারি ইউনিটের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন ওটি স্টাফের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। বর্তমানে এই হাসপাতালের ৪২ জন স্বাস্থ্যকর্মীর মাঝে কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। তাই প্রাথমিকভাবে এই বিভাগের কার্যক্রম হাসপাতালের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২ মে) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক ডা. আশরাফুল হক সিয়াম।

ডা. আশরাফুল হক সিয়াম সারাবাংলাকে বলেন, ‘বাংলাদেশের সবচাইতে বড় ভাসকুলার সার্জারি ইউনিট হচ্ছে হৃদরোগ ইনস্টিটিউটে। আমাদের এ বিভাগের একজন ভাসকুলার সার্জন ও ওটি স্টাফের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে আমরা অপারেশন থিয়েটার ও ওয়ার্ড জীবাণুমুক্ত করার ব্যবস্থা করেছি। সেখানে জীবাণুনাশক ওষুধ দেওয়া হচ্ছে।’

এখনও হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যেই ওয়ার্ডের কার্যক্রম আরেক জায়গার শিফট করেছি। ভাসকুলার সার্জারি ইউনিটের ওটির কার্যক্রম অন্য জায়গায় শিফট করে কার্যক্রম চালিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত আমাদের চিকিৎসক, নার্সসহ ৪২ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এরমধ্যে ১০-১২ জন চিকিৎসক আছেন।’

ঝুঁকির মুখে থেকেও হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে জানিয়ে ডা. সিয়াম বলেন, ‘হুমকি তো থাকছেই। কিন্তু তাই বলে তো আমাদের থেমে থাকা যাবে না। রোগীর চিকিৎসা সেবা আমরা এখানে দিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি তাই।’

করোনাভাইরাস টপ নিউজ ভাসকুলার সার্জারি হৃদরোগ হৃদরোগ ইনস্টিটিউট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর