Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন আক্রান্ত ৫৫২, মৃত্যু আরও ৫ জনের


২ মে ২০২০ ১৪:৫৩ | আপডেট: ২ মে ২০২০ ১৬:৫৬

ঢাকা: গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নভেল করোনাভাইরাস (কোভিড ১৯) এ আক্রান্ত ৫৫২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও পাঁচজন।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৭৯০ জন। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে মোট মৃত্যু হয়েছে ১৭৫ জনের।

করোনা বিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসক) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন। এ নিয়ে ‍সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা ১৭৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৬৮ জনকে। এ নিয়ে আইসোলেশনে নেওয়া হয়েছে ১ হাজার ৬৩২ জনকে।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৫৮ জন। এ নিয়ে আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন মোট ১ হাজার ২২ জন।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেনটাইনে নেওয়া হয়েছে ১ হাজার ৫৪৩ জনকে। এ নিয়ে মোট কোয়ারেনটাইনে নেওয়া হয়েছে ১ লাখ ৯০ হাজার ৫৪৩ জনকে।

গত ২৪ ঘণ্টায় কোয়ারেনটাইন থেকে ছাড় পেয়েছেন ২ হাজার ৮৫০ জন। এ নিয়ে কোয়ারেনটাইন থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৫০ জন।

শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় কোনো সুরক্ষা সামগ্রী সংগ্রহ ও বিতরণ করা হয়নি।

এছাড়া এ পর্যন্ত স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য প্রশিক্ষণ নিয়েছেন ৪০২৮ জন শিক্ষক। এ সব চিকিৎসক ৩৩৩ ও স্বাস্থ্য বাতায়নে কাজ করেন বলে ব্রিফিংয়ে জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনা করোনা পরীক্ষা করোনাভাইরাস টপ নিউজ বুলেটিন স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর