Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় বন্ধুত্বের হাত বাড়িয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন


২ মে ২০২০ ১৩:১৮ | আপডেট: ২ মে ২০২০ ১৫:৫৭

ঢাকা: সামাজিক অজ্ঞতা কিংবা অসচেতনতার কারণে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত কাউকে কাউকে নাজেহাল হতে হচ্ছে। এমনকি কেউ মৃত্যুবরণ করলে তার মরদেহ দাফনেও কোথাও না কোথাও বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।

সম্প্রতি রাজশাহীতে করোনায় মারা যাওয়া এক ব্যক্তির দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান করোনায় আক্রান্ত ৮০ বছর বয়সী ওই বৃদ্ধ। তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।

বিজ্ঞাপন

তাকে নির্ধারিত কবরস্থানে দাফনের প্রস্তুতি নিলেও স্থানীয় জনতার বাধায় তা সম্ভব হয়নি। এমনকি তার মরদেহ গ্রামের বাড়িতেও নেওয়া যায়নি। এমন পরিস্থিতিতে মরদেহ দাফনে এগিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের রাজশাহীর পরিচালক অ্যাডভোকেট কায়সার পারভেজ সারাবাংলাকে বলেন, ‘মরদেহ দাফনে বাধা দেওয়ার বিষয়টি আমরা জানতে পারি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমাদের একটি টিম চলে যায়। কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মীদের সহযোগিতায় মরদেহটি রাজশাহীর হেতেম খাঁ কবরস্থানে সুষ্ঠুভাবে দাফন করা হয়।’

এ পর্যন্ত সারাদেশে ৭০টির বেশি মরদেহ দাফন কাজে অংশ নিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মীরা। এর মধ্যে রাজধানী ঢাকাতে ৬০টি আর ঢাকার বাইরে ১০টির বেশি মরদেহ দাফন করা হয়েছে।

ঢাকায় কোয়ান্টাম ফাউন্ডেশনের একজন কো-অর্গানিয়ার নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেন, ‘সারাদেশে বিভাগীয় ও জেলা পর্যায়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের কার্যালয় রয়েছে। এ সব প্রতিষ্ঠানের কর্মীরা মানুষের সেবায় নিরলসভাবে কাজ করছেন। করোনার মতো মহামারি দুর্যোগেও কোয়ান্টামের কর্মীরা থেমে নেই। সংশ্লিষ্ট কার্যালয়ে খবর পৌঁছানোর পর মরদেহ দাফন কিংবা দাফন সংশ্লিষ্ট প্রক্রিয়ায় এগিয়ে আসছে আমাদের কর্মীরা।’

বিজ্ঞাপন

তিনি জানান, করোনা পরিস্থিতি মোকাবিলায় কোয়ান্টামের কর্মীরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অনুসরণ করে তারা যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছে।

লাশ দাফন প্রক্রিয়ায় যুক্ত আরেকজন অর্গানিয়ার নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেন, ‘আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও পরামর্শ মেনে কাজ করছি। যখন কোনো মরদেহ দাফনের দরকার পড়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মোবাইলে আমাদের বিস্তারিত জানানো হয়। এরপর আমরা ঠিকানা মোতাবেক গিয়ে লাশের গোসল, কাফনের কাপড় পরানো ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করি।’

তিনি বলেন, ‘আজকেও রাজারবাগের এক পুলিশ সদস্যের মরদেহ আমরা দাফন করেছি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানোর পরই আমরা সেখানে পৌঁছাই। আমাদের কর্মীরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। সুতরাং স্বাস্থ্যবিধি মেনেই আমরা একেকটি মরদেহ দাফন করছি।’

এই কর্মকর্তা জানান, ঢাকার বাইরে প্রত্যেক জেলা শহর ও বিভাগীয় শহরে কোয়ান্টাম ফাউন্ডেশনের দাফন টিম প্রস্তুত রয়েছে। তারা হেড অফিসের সঙ্গে সমন্বয় করে মরদেহ দাফন কাজে অংশ নিচ্ছেন।’

করোনা বিষয়ক কোনো পরামর্শ কিংবা সহযোগিতার জন্য যে কেউ চাইলে কোয়ান্টাম ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া কোনো মরদেহ দাফনের প্রয়োজন হলে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতা নেওয়া যাবে।

করোনা বিষয়ক কোনো প্রয়োজনে এই মোবাইল ০১৩০৬-৪১৩১৬৩ নম্বরে যোগাযোগ করা যাবে। নম্বরটি দিন-রাত ২৪ ঘণ্টা খোলা আছে।

করোনা করোনাভাইরাস কোয়ান্টাম ফাউন্ডেশন মরদেহ দাফন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর