সাংবাদিক খোকনের স্ত্রী ও ছেলে করোনায় আক্রান্ত
২ মে ২০২০ ০৫:৪৪ | আপডেট: ২ মে ২০২০ ১১:১২
ঢাকা: সদ্য প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলে দ্বিতীয় দফা টেস্টের পর করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদেরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাংবাদিক খোকনের পারিবারিক সূত্র শনিবার (২ মে) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) হুমায়ুন কবির খোকনের মৃত্যু হয়। প্রথমে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কথা বলা হলেও পরবর্তীতে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়, তার শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি ছিল।
এদিকে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে সাংবাদিকদের মধ্যে প্রথম খোকনই মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের গণমাধ্যমে কর্মরত অন্তত ৪০ জন সাংবাদিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, হুমায়ুন কবির খোকন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক ও চিফ রিপোর্টার এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সিনিয়র সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন
সাংবাদিক হুমায়ুন কবির খোকন আর নেই
কল্যাণ ট্রাস্ট থেকে সহায়তা পাবে সাংবাদিক খোকনের পরিবার
কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস সাংবাদিক হুমায়ুন কবির খোকন