টেকনাফে পঙ্গপাল আসার ধারণা ঠিক নয়: কৃষিমন্ত্রী
১ মে ২০২০ ২২:১৬ | আপডেট: ২ মে ২০২০ ০৫:০১
ঢাকা: কক্সবাজারের টেকনাফে পঙ্গপাল আসার ধারণা ঠিক নয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, কক্সবাজারে পঙ্গপাল এসেছে এই ধারণা ঠিক নয়। তবে কী পোকা এসেছে এবং তা কতটুকু ক্ষতিকর সেটি দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে এবং তাদের মতামত নিয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
শুক্রবার (১ মে) টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিস আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ সব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে পঙ্গপাল আসার নজির নেই। এটি সাধারণত পাকিস্তান ও ভারতের রাজস্থান পর্যন্ত আসে। এদেশে আসার সম্ভাবনা কম। তবু বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কক্সবাজারে বিজ্ঞানীদের পাঠানো হয়েছে।’
এদিকে, কৃষি মন্ত্রণালয় শুক্রবার (১ মে) তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে টেকনাফে পাওয়া পোকাগুলো তেমন ক্ষতিকর নয় বলে ধারণা করা হচ্ছে৷ এসব পোকা মরুভূমির ঝাঁকে ঝাঁকে উড়ে আসা পঙ্গপাল জাতীয় কোনো পোকা নয়। এ বিষয়ে আতংকিত না হতে সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদফতর ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদদের সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি দল টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) থেকেও পৃথক পৃথক টিম রওয়ানা দিয়েছে।
ঘাসফড়িং সদৃশ লোকাস্ট গোত্রের স্থানীয় এই পোকার শনাক্তকরণসহ আক্রমণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও ধ্বংসে এই টিম কাজ করবে।