Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনা প্রমাণ করেছে মালিকরা এখনও শ্রমিকদের মানুষই মনে করে না’


১ মে ২০২০ ১৯:৪৮

চট্টগ্রাম ব্যুরো: মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামে শারীরিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) অনলাইন কনফারেন্সে আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেছেন, ‘করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট সংকট প্রমাণ করেছে এদেশের মালিকশ্রেণি এখনও শ্রমিকদের মানুষ বলে গণ্য করে না।’

শুক্রবার (১ মে) সকালে নগরীর হাজারী লেইনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী। বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, জেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক সাহা, নারীনেত্রী রেখা চৌধুরী, সিপিবি নেতা হারাধন দে, যুব ইউনিয়নের নেতা উজ্জ্বল শিকদার, শ্যামল লোধ ও রাশিদুল সামির।

বিজ্ঞাপন

সভায় নেতারা বলেন, ‘করোনারমহাসংকটে সবচেয়ে হুমকির মধ্যে পড়েছেন দেশের শ্রমজীবী মানুষ। দিনে এনে দিনে খাওয়া মানুষ কাজ হারিয়ে ক্ষুধা আর ভবিষ্যত নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। মুনাফার জন্য লুটেরা মালিক শ্রেণি কতটা বেপরোয়া, দায়িত্বহীন হতে পারে, তা করোনা মহাসংকটে আবারও প্রমাণ হয়েছে। হাজার হাজার শ্রমিককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে গার্মেন্টস মালিকরা। তাদের শত শত মাইল পায়ে হেঁটে আসতে বাধ্য করেছে। সেই শ্রমিকদেরই আবার বকেয়া বেতনের জন্য প্রতিদিন রাস্তায় নামতে হচ্ছে।’

মুনাফালোভী মালিকদের শোষণ-নির্যাতনের বিরুদ্ধে শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিপিবি নেতারা।

এদিকে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রামের নেতারা বলেন, ‘করোনার মহামারির মধ্যে সাধারণ ছুটি ঘোষণার পরও একশ্রেণির মুনাফালোভী মালিক তাদের কারখানা খোলা রেখেছেন এবং শ্রমিকদের কারখানায় যেতে বাধ্য করছেন। এর থেকে প্রমাণ হয় মালিকপক্ষ শ্রমিকদের এখনও মানুষ বলেই গণ্য করে না।’

বিজ্ঞাপন

শ্রমিকদের জন্যে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ, রেশন কার্ড চালুসহ পূর্ণাঙ্গ খাদ্য নিরাপত্তার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

আলোচনায় অংশ নেন জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা, যুগ্ম সম্পাদক দিলীপ নাথ, সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ্ জাহিদ ও কোষাধ্যক্ষ মোহাম্মদ মুছা।

আলোচনা সভা মালিকশ্রেণি শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর