Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম কারাগারে বন্দি এক বিদেশির মৃত্যু


১ মে ২০২০ ১৮:৪৯

চট্টগ্রাম ব্যুরো: চার মাস আগে চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার হওয়া ঘানা’র দুই নাগরিকের একজন কারাগারে মারা গেছেন। শুক্রবার (১ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফ্রাঙ্ক এনতিম টিউমের (৪০) মৃত্যু হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ’২৯ এপ্রিল সন্ধ্যায় ঘানার নাগরিক ফ্রাঙ্গ স্ট্রোক করেন। সেদিনই আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। আজ (শুক্রবার) সকালে তার মৃত্যু হয়েছে।’

বিজ্ঞাপন

চলতি বছরের ৩ জানুয়ারি গভীর রাতে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে সাড়ে সাত হাজার ইয়াবাসহ ঘানার নাগরিক ফ্রাঙ্ক এনটিম টিউম (৪০) ও রিচার্ড ডিজেফা এপিয়াকে (২৮) গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।

গ্রেফতারের পর পুলিশ জানিয়েছিলেন, দুই বিদেশি নাগরিক ফুটবলার। কক্সবাজারে ফুটবল খেলে চট্টগ্রাম হয়ে তারা ঢাকায় যাচ্ছিল। ইয়াবাগুলো ঢাকার মাসুদ নামে একজনের কাছে হস্তান্তরের জন্য নিয়েছিল। পরে পুলিশ ঢাকায় অভিযান চালিয়ে মাসুদকেও গ্রেফতার করেছিল। গ্রেফতারের পর থেকে তিনজন কারাগারে ছিল।

ইয়াবা কারাগারে মৃত্যু ঘানা ঘানার নাগরিক বিদেশি নাগরিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর