তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা
১ মে ২০২০ ১৩:৪২ | আপডেট: ১ মে ২০২০ ১৬:৫৭
রাঙ্গামাটি: কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করাসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও পহেলা মে থেকে আগামী তিন মাসের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহন বন্ধ থাকবে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটি কেন্দ্রের তথ্য মতে, কাপ্তাই হ্রদে কার্প প্রজাতি মা মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করার জন্য ডিম ছাড়ার মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা প্রয়োজন। কাপ্তাই হ্রদ দেশের কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননের একটি অন্যতম স্থান। এসময় মাছ শিকার বন্ধে কাপ্তাই হ্রদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। একইসঙ্গে স্থানীয় বরফ কলগুলোও বন্ধ থাকবে। সরকারি হিসেবে পুরো জেলায় কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর নির্ভরশীল প্রায় ২২ হাজার জেলে।
বিএফডিসি রাঙ্গামাটি কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম জানিয়েছেন, এ বছর ৮ হাজার ৫০৪ টন মাছ আহরণের বিপরীতে ১৫ কোটি ২২ লাখ টাকার রাজস্ব আদায় করা হয়েছে। করোনার উদ্ভূত পরিস্থিতিতে কম সংখ্যাক জেলেরা নদীতে মাছ শিকারে নেমেছিলেন। পরিস্থিতি ভালো থাকলে রাজস্ব আদায় আরও বাড়ত।
রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, কার্প মাছের বংশবৃদ্ধি, পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে ১ মে থেকে তিন মাস কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময় মাছ শিকার বন্ধে নৌপুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিমও কাজ করে যাবে। নিষেধাজ্ঞার সময়ে কেউ হ্রদে মাছ আহরণ করলে অপরাধ অনুযায়ী তাকে দণ্ড দেওয়া হবে।
৩ মাসের নিষেধাজ্ঞা কাপ্তাই হৃদ কার্প মাছের বংশবৃদ্ধি পোনা মাছের বৃদ্ধি প্রাকৃতিক প্রজনন মাছ ধরায় নিষেধাজ্ঞা