Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাল কেলেঙ্কারিতে পেকুয়ার ইউএনও প্রত্যাহার


১ মে ২০২০ ১২:৫২ | আপডেট: ১ মে ২০২০ ১৬:২২

কক্সবাজার: চাল কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের পেকুয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাতকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে তাকে চট্টপ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহার সই করা প্রজ্ঞাপনে তাকে আগামী ৩ মে’র মধ্যে নতুন কর্মস্থলে যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউএনও নাজমা সিদ্দিকা আকতারকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

সম্প্রতি ১৫ টন চাল কেলেঙ্কারির অভিযোগে পেকুয়ার টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। এরপর তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ওই ১৫ টন চাল কেলেঙ্কারিতে জড়িত থাকাসহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছিল সাঈকা সাহাদাতের বিরুদ্ধে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, চাল কেলেঙ্কারির মূল হোতা ইউএনও। তিনিই কৌশলে জাহেদুল চেয়ারম্যানকে ফাঁসিয়েছেন। তবে স্থানীয় সাধারণ মানুষরা বলছেন, ইউএনও সাঈকা ও চেয়ারম্যান জাহেদুল যোগসাজশে চাল চুরির কাণ্ড ঘটিয়েছেন।

চেয়ারম্যান জাহেদুলকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্তের পর এবার ইউএনও সাঈকাকেও প্রত্যাহার করা হলো।

ইউএনও সাঈকা সাহাদাত চাল কেলেঙ্কারি চাল চুরির অভিযোগ পেকুয়ার ইউএনও প্রত্যাহার সাঈকা সাহাদাত

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর