টেলিফোনে স্বাস্থ্যসেবা দেবে তথ্য প্রতিমন্ত্রীর ‘আমার ডাক্তার’
১ মে ২০২০ ১০:২৫ | আপডেট: ১ মে ২০২০ ১১:০৬
ঢাকা: করোনাভাইরাস প্রাদুর্ভাবে টেলিফোনে স্বাস্থ্যসেবা দিতে যাত্রা শুরু করেছে টেলিমেডিসিন সেন্টার ‘আমার ডাক্তার’। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের উদ্যোগে চালু হওয়া এই টেলিমেডিসিন সেন্টারে ফোন করে দেশের যেকোনো প্রান্ত থেকে সেবা পাওয়া যাবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) টেলিমেডিসিন সেন্টারটি উদ্বোধন করেন পেশায় চিকিৎসক তথ্য প্রতিমন্ত্রী।
এ প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, পৃথিবীজুড়ে চলমান করোনাভাইরাস মহামারির ভয়াবহ এই সময়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আমরা চিকিৎসক। তাই আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি, এই দুর্যোগে মানুষ ঘরে বসেও যেন স্বাস্থ্যসেবা পান।
প্রাথমিক পর্যায়ে দেশের খ্যাতনামা ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা দেবেন ‘আমার ডাক্তার’ সেন্টারে। পরে চাহিদা অনুযায়ী সেবার পরিধি বাড়ানো হবে। এই সেন্টার থেকে সেবা পেতে ফোন করতে হবে ০৯৬১১৫৫৫২২২ নম্বরে। সেন্টারের ফেসবুক পেজেও যোগাযোগ করা যাবে।
টেলিমেডিসিন সেন্টারের এই উদ্যোগে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে আছেন তার স্ত্রী ডা. জাহানারা আহসান। সহ-উদ্যোক্তা ডা. মো. আশরাফুজ্জামান সজীব, সহ-সমন্বয়ক ডা. ফাইম চৌধুরী সনি, ডা. খন্দকার মুস্তাক আদনান ও ডা. মমতাজুল হাসান শিমুল।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি পরিবার আপনাদের সেবায় টেলিমেডিসিন প্রক্রিয়ার মাধ্যমে সঠিক চিকিৎসা বিষয়ক পরামর্শ দেওয়ার ব্রত গ্রহণ করেছেন। আপনারা সম্পূর্ণ বিনা খরচে প্রতিদিন প্রতিটি মুহূর্তে এই চিকিৎসাসেবা যেন পান, সে লক্ষ্যেই এই চিকিৎসকেরা কাজ করে যেতে অঙ্গীকারাবদ্ধ।
আমার ডাক্তার টেলিমেডিসিন সেন্টার তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান