নড়াইলের এতিমখানা ও মাদ্রাসায় মাশরাফির চাল বিতরণ
১ মে ২০২০ ০২:১৭ | আপডেট: ১ মে ২০২০ ০২:৪৮
নড়াইল: ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা তার নির্বাচনী এলাকা নড়াইল-২ আসনের সব এতিমখানা ও মাদ্রাসায় চাল বিতরণ করছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) লোহাগড়া উপজেলার মাধ্যমে কার্যক্রম শুরু করেন তিনি। প্রতিটি মাদ্রাসা ও এতিমখানায় ৫০ কেজি করে চাল পাঠানোর নির্দেশ দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
লোহাগড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সার্বিক তত্বাবধানে প্রথমদিনে উপজেলার ৩৪ টি এতিমখানায় চাল বিতরণ করা হয়েছে। লোহাগড়া উপজেলার পর নড়াইল সদর উপজেলার এতিমখানায় চাল বিতরণ করা হবে।
সুবিধাবঞ্চিত শিশুরা করোনাকালে যেন কষ্ট না পায় এজন্য তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
উপহার বিতরণকালে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, ‘পবিত্র মাহে রমজানে মাননীয় সাংসদ তাঁর ক্রিকেটাঙ্গন থেকে উপার্জিত অর্থ দিয়ে এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। দুর্দিনে এভাবে আমাদের সমাজের সকল স্তরের মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এক মানবিক নড়াইল বিনির্মাণ করে চলেছেন। তার পাশে উপজেলা আওয়ামী লীগ সবসময় থাকবে।’