হাসপাতালে ভর্তি না নিলে ফোন দেবেন যে নম্বরে
১ মে ২০২০ ০০:২৮ | আপডেট: ১ মে ২০২০ ০৩:৩৯
ঢাকা: দেশের সরকারি-বেসরকারি যেকোনো হাসপাতালে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে কোনো সন্দেহজনক রোগী এলে কোভিড-১৯ মোকাবিলায় গঠিত সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষে জানাতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালে কোনো মুমূর্ষু রোগী কোভিড-১৯ রোগে আক্রান্ত বলে যদি সন্দেহ হয় এবং কোনো কারণে ওই হাসপাতালে তাকে ভর্তি করানো যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে রোগীকে অপেক্ষমাণ রেখে স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের চারটি নম্বরের যেকোনোটিতে ফোন কর করতে হবে। ফোন করে রোগীর চিকিৎসা বা ভর্তি সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ পরামর্শ নিতে হবে।
এ ক্ষেত্রে সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের চারটি হটলাইন নম্বর হলো— ০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯ ও ০১৩১৩৭৯১১৪০।
এই সিদ্ধান্তে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সম্মতি আছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষ থেকে ওই রোগীর ভর্তি বা চিকিৎসার বিষয়ে করণীয় সমন্বয় করা হবে।