Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় অ্যাপলের সহায়তা চায় অরেঞ্জ


৩০ এপ্রিল ২০২০ ১৮:৫২ | আপডেট: ১ মে ২০২০ ০১:৩৯

স্টিফেন রিচার্ড

করোনাভাইরাসে আক্রান্ত বা ঝুঁকিতে আছেন এমন ব্যাক্তিদের চিহ্নিত করে অন্যদের সতর্ক করে দিতে পারে এমন একটি অ্যাপ তৈরির পরিকল্পনা নিয়েছে ফ্রান্সের সবচেয়ে বড় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান অরেঞ্জ টেলিকম। অ্যাপটি তৈরিতে মার্কিন জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ইঙ্কের সহায়তা চায় প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে দুই প্রতিষ্ঠান আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অরেঞ্জের প্রধান নির্বাহী স্টিফেন রিচার্ড।  খবর রয়টার্স।

বিজ্ঞাপন

স্টিফেন রিচার্ড বলেন, অ্যাপলের সঙ্গে প্রতিদিনই আমরা আলোচনা করছি। এখনও কোন চুক্তি হয়নি। তবে আমাদের কথাবার্তা অনেক দূর এগিয়েছে।

অরেঞ্জের প্রধান প্রযুক্তি ও উদ্ভাবন কর্মকর্তা মারি নয়লে জেগো ল্যাভেইসিয়েরে বলেছেন, এরকম একটি অ্যাপ চলতি মে মাসের শেষ নাগাদ তৈরি করে ফেলবে অরেঞ্জ।

উল্লেখ্য, বিশ্বের অন্যান্য দেশও এমন অ্যাপ ব্যবহারের চিন্তা করছে। ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া একই ধরণের একটি সরকারি অ্যাপ ব্যবহার করে সফলতা পেয়েছে। এ ধরণের অ্যাপ ব্যবহারকারিদের স্বাস্থ্য তথ্য সংগ্রহ করে এবং চলাচলের ওপর নজর রাখে। যেসব ব্যক্তি ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন বা যারা অন্য আক্রান্তদের সঙ্গে সম্প্রতি সংস্পর্শে এসেছেন তাদেরকে চিহ্নিত করে অন্যদের সতর্ক করে দেয় এসব অ্যাপ। এবার এ ধরণের অ্যাপ তৈরির পরিকল্পনা নিয়েছে ফ্রান্সের অরেঞ্জ।  অ্যাপটি তৈরি করতে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান অ্যাপলের কাছ থেকে প্রযুক্তি সহায়তা পেতে আলোচনা করছে তারা।

ফ্রান্স করোনাভাইরাসে অন্যতম ক্ষয়ক্ষতির শিকার একটি দেশ। দেশটিতে করোনাভাইরাসে এ পর্যন্ত ১ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সেদেশে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪ হাজারের বেশি।

অ্যাপল অরেঞ্জ টেলিকম করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর