Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কল্যাণ ট্রাস্ট থেকে সহায়তা পাবে সাংবাদিক খোকনের পরিবার


৩০ এপ্রিল ২০২০ ১৭:৩১

ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার হুমায়ুন কবির খোকনের মৃত্যুতে তার পরিবারকে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সহায়তা করা হবে জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ।

একইসঙ্গে হুমায়ুন কবির খোকনের মৃত্যুর জন্য মালিকের অবহেলা রয়েছে জানিয়ে এর দায় দায়িত্ব মালিককে বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সাংবাদিক হুমায়ুন কবিরের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে জানতে চাইলে এমনই প্রতিক্রিয়া উঠে আসে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ সারাবাংলাকে বলেন, ‘সময়ের আলো পত্রিকার সাংবাদিক হুমায়ুন কবির খোকনের আকস্মিক মৃত্যু আমাদের জন্য বেদনাদায়ক। পেশাগত দায়িত্ব পালনকালে এভাবে একজন সাংবাদিকের মৃত্যু আমাদের মর্মাহত করে। আমি মনে করি যে, রোগকালীন এই মুহূর্তে সব সাংবাদিকেরই সচেতনতার সঙ্গে কাজ করা উচিৎ। মালিকদের উচিৎ সাংবাদিকদের সুরক্ষার ব্যবস্থা করা।’

তার এই অকাল মৃত্যুতে পরিবারকে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে সহায়তা করা হবে বলে জানান তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ সারাবাংলাকে বলেন, ‘সময়ের আলো পত্রিকায় তাদের কর্মীদের নিরাপত্তার বিষয়টি দায়সারা গোচের ছিল। কর্মীদের নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা তাদের গড়ে তোলা উচিৎ ছিল, সেটি তারা করেনি। এ জন্য তাদের শাস্তি হওয়া উচিৎ।’

সাংবাদিক খোকনের পরিবারের সব দায় দায়িত্ব পত্রিকার মালিককে নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘পাশাপাশি সরকারের কাছেও দাবি করি সরকার এ সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়াবে।’

বিজ্ঞাপন

সাংবাদিকদের জন্য ঝুঁকি বীমা যেটা ওয়েজ বোর্ডে আছে সেটি বাস্তবায়ন করার জন্য মালিকদের আহ্বান জানিয়ে এ সাংবাদিক নেতা বলেন, ‘ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিকদের ঝুঁকিবীমার বিষয়টি মালিকদের ঘোষণায় থাকা উচিৎ।’

এটি বাস্তবায়নের জন্য সাংগঠিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও তিনি জানান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ সারাবাংলাকে বলেন, ‘আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারিসহ আমরা মাননীয় তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। মন্ত্রীর কাছে আমরা কিছু দাবি জানিয়ে আসছি। সেখানে আমরা বলেছি, কোনো চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যদি করোনায় আক্রান্ত হয়ে মারা যায়, বা আক্রান্ত হয় তাহলে তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইনসেনটিভ ঘোষণা করেছেন। সংবাদকর্মীরাও করোনা ঝুঁকি নিয়ে কাজ করছেন। এরইমধ্যে আমাদের একজন সহকর্মী মারা গেছেন এবং যারা করোনায় আক্রান্ত হবেন তাদের জন্য সরকারের পক্ষ থেকে ইনসেনটিভ দাবি করেছি। মাননীয় তথ্যমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন কল্যাণ ফান্ডের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা করার চেষ্টা করবেন।’

উল্লেখ্য, দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার ছিলেন হুমায়ুন কবির খোকন গত ২৮ এপ্রিল রাতে মারা যান। পেশাগত দায়িত্ব পালনকালেই তিনি করোনায় আক্রান্ত হন। মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

আর্থিক সহায়তা করোনাভাইরাস টপ নিউজ সাংবাদিক হুমায়ুন কবির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর