Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দারুস সালামে তরুণীকে গণধর্ষণের অভিযোগে মামলা


৩০ এপ্রিল ২০২০ ১৭:১৭ | আপডেট: ৩০ এপ্রিল ২০২০ ১৯:৪৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর দারুস সালামে ১৮ বছরের এক তরুণী গণধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৫ জন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল হোসেন জানান, ওই তরুণী গত ২৭ এপ্রিল তার বড় বোনের বাসায় বেড়াতে আসে। এরপর ২৮ এপ্রিল সন্ধ্যায় সে বোনের বাসা থেকে বাইরে বের হলে তার সাবেক স্বামীর কয়েকজন বন্ধুর সঙ্গে তার দেখা হয়।
ওই ছয় বন্ধু তাকে কৌশলে ও ভয়ভীতি দেখিয়ে বেরিবাঁধে নিয়ে যায়। সেখানে সন্ধ্যার পর ৬ জন মিলে তাকে গণধর্ষণ করে।

বিজ্ঞাপন

গতকাল ২৯ এপ্রিল রাতে ওই তরুণী থানায় এসে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পরপরই ধর্ষক সাকিবকে (১৯) গ্রেফতার করা হয়। বাকি আসামিরা পলাতক রয়েছে। তাদের ধরার চেষ্টা চলছে। তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

গণধর্ষণ টপ নিউজ তরুণী দারুস সালাম মামলা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর