লকডাউন শিথিল করায় বড় ধরনের ক্ষতি হবে: অলি
৩০ এপ্রিল ২০২০ ১৬:৫৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২০ ১৬:৫৭
ঢাকা: লকডাউন শিথিল করায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে বলে আশংকা প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আশংকা জানান। অলি বলেন, ‘দেশে অদ্ভূত সরকার, যাদের কাছে মানুষের কোনো মূল্য নেই। করোনাভাইরাসে আক্রান্ত এবং হতাহতের সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকার লকডাউন শিথিল করছে। এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে।’
তিনি বলেন, ‘এই মুহূর্তে লকডাউন আরও কঠোর করার প্রয়োজন ছিলো। লকডাউন শিথিল করায় গত ২/৩ দিন আক্রান্তের হার আশংকাজনক হারে বেড়েছে। এ ব্যাপারে সরকার কার্যকর কোনো পদক্ষেপ না শুধু যুক্তিতর্ক এবং টেলিভিশনে বক্তব্য প্রদানের মধ্যে নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রেখেছে।’
ক্ষমতার লোভ এবং অহংকার পৃথিবীকে গ্রাস করেছে উল্লেখ করে অলি বলেন, ‘ক্ষমতায় বসলে সবকিছু জায়েজ মনে হয়। অন্যকে মানুষ মনে হয় না। মানুষকে মর্যাদা দিতে চায় না। করোনার মতো মহামারীর পরও থেমে নেই ক্ষমতাসীনদের চাল চুরি, রিলিফের মাল চুরি, টাকা চুরির ঘটনা। প্রতিদিন পত্রিকার কাগজে শিরোনাম হচ্ছে এই চুরির খবর। অথচ কোথাও কোনো বিচার নেই।’
তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ত্রাণ সামগ্রী নিয়ে যদি কেউ নয়-ছয় করে, তাদেরকে জেলে পাঠানো হবে। চোররা দলীয় লোক হওয়ার কারণে কাউকে জেলে পাঠানো হচ্ছে না। এতে করে জনমনে হতাশা সৃষ্টি হয়েছে। মনে রাখতে হবে, কোনো অবস্থাতেই যেন অসহায় হতদরিদ্র এবং নিম্নমধ্যবিত্ত আয়ের লোকেরা বাদ না পড়ে।’ ত্রাণসামগ্রী বিতরণের ব্যাপারে সরকারকে আরও কঠোর এবং যত্নশীল হতে হবে বলেও জানান তিনি।