Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলায় সংবাদ প্রকাশ, মোটরসাইকেলটি ফিরে পেলেন যুবক


৩০ এপ্রিল ২০২০ ১৫:৪৩

ঢাকা: পাঁচমাস আগে চুরি হওয়া মোটরসাইকেলটি চোরসহ ধরে পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়েছিলেন ভুক্তভোগী আরিফ উদ্দিন নিজেই। কিন্তু তার ওই মোটরসাইকেলটি ফেরত পেতে ১০ হাজার টাকা দাবি করেছিলেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

নোয়াখালীর হাতিয়া থানার সাগরিয়া পুলিশ ফাঁড়িতে ঘটেছিল এমন একটি ঘটনা। এ ঘটনায় বুধবার ‘১০ হাজার টাকা না দিলে মোটর সাইকেলটি দিচ্ছে না পু্লিশ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে সারাবাংলা। সংবাদ প্রকাশের পর বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেয় এবং মোটর সাইকেলটি ফেরত পায় পান ভুক্তভোগী আরিফ উদ্দিন।

বিজ্ঞাপন

আরিফ উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘গতকাল বিকেলে তিনটার দিকে ফাঁড়িতে থেকে আইসি স্যার (ক্যাম্প ইনচার্জ) ফোন দিয়ে জানায় সেখানে গিয়ে মোটর সাইকেলটি নিয়ে আসতে। পরে গিয়ে মোটর সাইকেল নিয়ে আসি। আমি আমার মোটরসাইকেল ফেরত পেয়েছি। এ জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।’

এ বিষয়ে পুলিশের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা সারাবাংলাকে বলেন, ‘বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল সংশ্লিষ্টদের। সেই সঙ্গে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

নোয়াখালী পুলিশ মোটরসাইকেল সংবাদ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর