Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে বেড়েছে করোনা থেকে সেরে ওঠার সংখ্যা


৩০ এপ্রিল ২০২০ ০৩:২৯ | আপডেট: ১৭ মে ২০২০ ২০:৫৯

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে। গত দুই মাসে করোনার ভয়াল থাবার তীব্রতা অনেকটাই হ্রাস পেতে শুরু করেছে। এবার সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা বাড়তে থাকায় দেশটির মানুষ আশার আলো দেখছে।

বুধবার (২৯ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৩২৩ জনের মৃত্যু হয়েছে। একই দিনে নতুন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৬জন। একই সময়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ হাজার ৩১১ জন।

বিজ্ঞাপন

তিনি জানান, ইতালিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ৩ হাজার ৫১ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৬৮২ জন। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭১ হাজার ২৫২ জন।

ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। করোনা ঠেকাতে সরকার সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

মহামারি করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ইতালিতে দুই লাখ ছাড়িয়েছে। গত একদিনে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৮৬ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৩ হাজার ৫৯১ জন।

এদিকে ইতালির বিভিন্ন এলাকায় খুলতে শুরু করেছে দোকানপাট। বই, স্টেশনারি, বাচ্চাদের জামা কাপড়ের দোকান খুলছে। এছাড়া কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে।

আগামী ৪ মে লকডাউন শিথিল করে দেওয়া হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার।

ইতালি করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর