Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্টনে সেলুনের এসি বিস্ফোরণে দগ্ধ ৩


৩০ এপ্রিল ২০২০ ০২:০১

স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর নয়াপল্টনে একটি সেলুনে এসি বিস্ফোরণে মালিক সহ ৩জন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সেলুন মালিক আবুল কালাম (৪০), রাসেল (২২) ও পথচারী শাহ আলম (৫০)।

পল্টন থানার উপ পরিদশর্ক (এসআই) কাজী আশরাফুল হক জানান, পল্টন থানার বিপরীত পাশে ইসলাম টাওয়ার গলির ‘স্টাইল জোন’ নামে সেলুনের মালিক কালাম। রাতে দোকানের সাটার বন্ধ করে ভিতরে রাসেল নামের এক যুবকের চুল কাটছিলেন। তখন দোকানের এসি বিকট শব্দ করে বিস্ফিরণ হয়। এ সময় দোকানের সাটার ভেঙে রাস্তায় গিয়ে পড়ে। তখন তারা দুজনসহ পথচারী শাহ আলম দগ্ধ ও আহত হয়।

এসআই আরো জানান, খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনিস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের ৩জনের অবস্থায়ই আশঙ্কাজনক।

এসআই আশরাফুল জানান, করোনা ভাইরাসের কারনে সারাদিন দোকান বন্ধ ছিল। রাতে গোপনে সেলুনের সাটার বন্ধ করে কাজ করছিল। এসময় এসি বিস্ফোরণ হয়।

সারাবাংলা /এসএসআর/জেএইচ

এসি করোনা টপ নিউজ বিস্ফোরণ সেলুন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর