Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় পৃথক ঘটনায় নিহত ২


৩০ এপ্রিল ২০২০ ০১:১০

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পৃথক ঘটনায় বিদ্যুৎপৃষ্টে ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু। বুধবার পৃথক সময়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওগাঁ শহরের উকিলপাড়া মহল্লার সাইদুল রহমানের ছেলে শামিম (৩৬) এবং সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের শিমূলডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে জাহাঙ্গীর আলম।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘সদর উপজেলার শালুকা এলাকায় বুধবার সকালে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেয়ালের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই যুবক শামিম মারা যায়। এসময় মোটরসাইকেল আরোহী নিহতের বন্ধু মোহাম্মদ জুয়েলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

অপরদিকে, সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, ‘জাহাঙ্গীর বুধবার সকাল ৯টার দিকে সাপাহার সদরের সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসার পাশে আতিবর এর বাসায় রাজমিস্ত্রীর কাজ করছিলো। নির্মাণ কাজে পানির প্রয়োজনে মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এসময় অসাবধানতা বসত পা পিছলে বিদ্যুতের তারের উপর পড়ে বিদ্যুতায়িত হয়।’

স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/আরপি/জেএইচ

নওগাঁ নিহত মোটরবাইক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর