‘জাতীয় ঐক্য ছাড়া দুর্যোগ মোকাবেলা সম্ভব নয়’
৩০ এপ্রিল ২০২০ ০০:৫৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২০ ০০:৫৯
সারাবাংলা ডেস্ক
চট্টগ্রাম ব্যুরো: জাতীয় ঐক্য তৈরি না করলে করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
বুধবার দুপুরে নগরীর এনায়েত বাজারে নিজ বাসা থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডের গরীব-দুঃস্থদের জন্য দলীয় নেতাকর্মীদের কাছে ত্রাণ হস্তান্তরের সময় তিনি এ মন্তব্য করেন।
আবুল হাশেম বক্কর বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ একটি বৈশ্বিক দুর্যোগ। বিশ্বের বিভিন্ন দেশ জাতীয় ঐক্যের মাধ্যমে তাদের জনগণকে ঐক্যবদ্ধ করে এই দুর্যোগ মোকাবেলা করছে। অথচ বাংলাদেশে এর চিত্র উল্টো। সরকার এখনও দলীয় চিন্তাধারা নিয়ে কাজ করছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তাদের দুর্যোগ জনগণকে মুক্ত করার কোনো আগ্রহ নেই। বরং তারা ফায়দা লোটার চেষ্টায় ব্যস্ত। কিন্তু জাতীয় ঐক্য তৈরি করা ছাড়া এই দুর্যোগ মোকাবেলা অসম্ভব।’
তিনি বলেন, ‘জনগণ বিশেষ করে গরীব-মধ্যবিত্তরা খুব কষ্টে আছে। শ্রমজীবী মানুষ কষ্টে আছে। বাজার সরকারের নিয়ন্ত্রণের বাইরে। একদিকে অভাব, অন্যদিকে জিনিসপত্রের দাম বাড়ছে। সরকারি ত্রাণের বেশিরভাগ চুরি হয়ে যাচ্ছে। সেগুলো সরকারি দলের নেতাদের বাসায় পাওয়া যাচ্ছে। সরকারের আচরণে মনে হচ্ছে, দেশের জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই।’
বিএনপি মানুষের দুর্ভোগ নিয়ে রাজনীতি করে না মন্তব্য করে বক্কর বলেন, ‘আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা মেনে জনগণের পাশে আছি।’
এসময় নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সহ ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান, ফিরিঙ্গীবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান, উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী মো.মহসিন ছিলেন।
সারাবাংলা/আরডি/জেএইচ