সোহরাওয়ার্দী হাসপাতালের ৪০ জন চিকিৎসকসহ ৫৭ জন করোনা আক্রান্ত
৩০ এপ্রিল ২০২০ ০০:৪৮ | আপডেট: ৩০ এপ্রিল ২০২০ ১০:১৮
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ জন চিকিৎসক, সাতজন নার্সসহ ৫৭ জনের মধ্যে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসা চললেও আক্রান্তদের সংস্পর্শে আসার কারণে ইতোমধ্যেই আরও ৪০ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছে কোয়ারেনটাইনে।
বুধবার (২৯ এপ্রিল) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া।
ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘আমাদের হাসপাতালের ৪০ জন চিকিৎসকের মধ্যে ইতোমধ্যেই কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এছাড়াও সাতজন নার্সসহ হাসপাতালের আরও ১০ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। তাদের সংস্পর্শে আসায় ইতোমধ্যে আরও প্রায় ৪০ জনকে কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে।’
সংস্পর্শে আসা বাকীদেরও পরীক্ষার আওতায় আনা হয়েছে বলে জানান তিনি, ‘এছাড়াও আরও অনেকের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের পরীক্ষার ফলাফল কালকে জানা যাবে।’
এই পরিচালক বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতির কারণে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীর সংখ্যা অনেক কমে গেছে। এর মধ্যে আবার এতোজন চিকিৎসক ও স্বাস্থ্য সেবাকর্মী আক্রান্ত। তাও আমরা হাসপাতালের কার্যক্রম চালিয়ে নিচ্ছি।’
সারাবাংলা/এসবি/জেএইচ