Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাম্পত্য কলহের জেরে ৮ মাসের শিশুকে হত্যা, মা আটক


২৯ এপ্রিল ২০২০ ১৭:১২ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ১৭:৩৭

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে মো. মাহমুদুল্লাহ নামে ৮ মাস বয়সী এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা মুক্তা পারভীনকে (২১) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার শিকার শিশু মাহমুদুল্লাহ ওই গ্রামের আব্দুল্লাহর ছেলে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এদিকে পোরজনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল বলেন, ‘আড়াই বছর আগে আব্দুল্লাহর সঙ্গে মুক্তা পারভীনের বিয়ে হয়। বিয়ের এক বছর পর থেকেই উভয়ের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এর এক পর্যায়ে মুক্তা পারভীন গর্ভবতী থাকা অবস্থায় তাদের মধ্যে ছাড়াছাড়িও হয়। এরপর শিশুটির জন্ম হলে স্থানীয় মাতব্বরদের সহায়তায় আবারও তাদের বিয়ে দেয় স্বজনরা। এর কিছুদিন পর আবারও উভয়ের মধ্যে দ্বন্দ্ব-কলহের সৃষ্টি হয়। মঙ্গলবার আব্দুল্লাহ ধান কাটার কামলা দিতে যান। রাতে পাশের বাড়িতে আবদুল্লাহর মা ও বোন তারাবি নামাজ পড়তে যান। সেখান থেকে বাড়িতে ফিরে তারা শিশু মাহমুদুল্লাহর গলাকাটা মৃতদেহ দেখতে পান। শিশুটির হাত ও মুখ টেপ দিয়ে আটকানো ছিল। তবে এ সময় মুক্তা পারভীন সেখানে ছিল না। ধারণা করা হচ্ছে, সে নিজের বাচ্চাকে হত্যা করে পালিয়ে যায়।’

ওসি আতাউর রহমান জানান, দাম্পত্য কলহের জের ধরে শিশু সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে  শিশুটির মৃতদেহ উদ্ধার করে। এ সময় শিশুটির মা মুক্তা পারভীন পলাতক ছিলেন। পরে বুধবার (২৯ এপ্রিল) ভোরে পৌর শহরের থানাঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

গলা কেটে হত্যা টপ নিউজ মায়ের হাতে সন্তান হত্যা সন্তানকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর