Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশির মৃত্যু


২৯ এপ্রিল ২০২০ ১৬:২০

ম্যাসাচুসেটস: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের পার্শ্ববর্তী শহর এভারেটে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৯ বছর বয়সী বাংলাদেশি সৈয়দ কামরুল বাশার জামি’র মৃত্যু ঘটে। ম্যাসাচুসেটসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী তিনিই প্রথম বাংলাদেশি।

বিজ্ঞাপন

পরিবারের সূত্রে জানা গেছে, তিনি ১৫ দিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত অবাধে বায়ু-চলাচলের ব্যবস্থা সংক্রান্ত জটিলতায় তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। মৃত জামি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় জন্ম নিয়েছিলেন।

এদিকে, সৈয়দ কামরুল বাশার জামি’র মৃত্যুতে বোস্টন প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বোস্টনের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা প্রয়াত জামি’র শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার তিনশ দুই জন, মৃতের সংখ্যা তিন হাজার একশ ৫৩ জন। আগামী ১৮ মে পর্যন্ত ঘরে থাকার নির্দেশ দিয়েছে ম্যাসাচুসেটসের গভর্ণর চার্লি ব্যাকার। একসঙ্গে ১০ জনের বেশি মানুষকে একত্রিত না হবার জন্যও তিনি পরামর্শ দেন।

এ ব্যাপারে গভর্নর চার্লি বলেন, আমরা খুব শিগগিরঅই স্বাভাবিক অবস্থায় ফিরে যাবো। আবারও ব্যবসা বাণিজ্য আগের মতোই চালু হবে বলে তিনি ম্যাসাচুসেটসবাসীদের আশ্বাস দেন।

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস বাংলাদেশি মৃত্যু যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর