বস্ত্র ও পাটমন্ত্রীর উদ্যোগে প্রথম বেসরকারি পিসিআর ল্যাব চালু
২৯ এপ্রিল ২০২০ ১৩:০৩ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ১৬:৪২
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশে প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে বসানো হলো করোনা পরীক্ষার ল্যাব। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের উদ্যোগে এই পিসিআর (পলিমারেজ চেইন রিয়্যাকশন) ল্যাব স্থাপন হলো করোনাভাইরাসের অন্যতম হটস্পট নারায়ণগঞ্জের রূপগঞ্জে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর এই ল্যাব এখন কোভিড-১৯ নমুনা পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই ল্যাবটির উদ্বোধন হয়। করোনাভাইরাসের সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে এ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা যুক্ত হন অনলাইনে। ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। ভার্চুয়াল সভা সঞ্চালনা করেন গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা।
https://www.facebook.com/Sarabangla.net/videos/280587749614455/
ল্যাব উদ্বোধনের ভার্চুয়াল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ, অধিদফতরের পরিকল্পনা ও গবেষণা বিভাগের পরিচালক ডা. মোহাম্মদ ইকবাল কবির, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনের বেস্টওয়ে সিটিতে স্থাপিত এই ল্যাবটিতে নমুনা পরীক্ষার কাজে থাকবেন দু’জন ভাইরোলজিস্ট ও চার জন চিকিৎসক। নমুনা সংগ্রহের কাজে থাকবেন পাঁচ জন টেকনোলজিস্ট, যারা নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসবেন। নমুনা সংগ্রহের ক্ষেত্রে ল্যাবে থাকছে দুইটি হটলাইন নম্বর। নম্বরগুলো হলো— ০১৭৭-৭৭৭৪২২০ ও ০১৭৭-৭৭৭৪২২২। এই হটলাইন নম্বরে ফোন করলে নমুনা সংগ্রহের জন্য যাবেন টেকনোলজিস্টের দল। এই পুরো নমুনা সংগ্রহের প্রক্রিয়াটি স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআরের সঙ্গে পূর্ণ সমন্বয় রেখে করা হবে।
প্রধানমন্ত্রীর কথামতো আলো একদিন আসবেই: বস্ত্র ও পাটমন্ত্রী
সংশ্লিষ্টরা বলছেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়তে থাকলে নারায়ণগঞ্জ হটস্পটে পরিণত হয়। কিন্তু নারায়ণঞ্জে কোনো পিসিআর ল্যাব না থাকায় সেখান থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করতে হতো ঢাকায়। তাতে নমুনা শনাক্তে সময় বেশি লাগত। রূপগঞ্জের এই ল্যাব কাজ শুরু করলে দিনের নমুনা দিনেই পরীক্ষা করা সম্ভব হবে। তাতে করে নারায়ণগঞ্জে আইসোলেশন ও কোয়ারেনটাইন প্রক্রিয়াও আগের চেয়ে গতিশীল হবে। এতে করে চরম অসুস্থ রোগীদের ও কোভিড-১৯ রোগী হিসেবে উন্নত চিকিৎসা পাবার সুযোগ অনেক বেড়ে যাবে। আর এই পরীক্ষাটি করা হবে সম্পূর্ণ বিনামূল্যে।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. ইকবাল কবীর এ ব্যাপারে বলেন, নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষার জন্য বিএসএল-২ (বায়োসেফটি লেভেল-২) ল্যাবে বায়োলজিক্যাল নিরাপত্তার সব ধরনের সুবিধা থাকা প্রয়োজন। বেসরকারি উদ্যোগে দেশে প্রথমবারের মতো সেটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থাপন করা হয়েছে। এই নমুনা পরীক্ষার জন্য পলিমারেজ চেইন রিয়্যাকশন (পিসিআর) মেশিন এরই মধ্যে আনা হয়েছে। এটি সম্পূর্ণভাবে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের উদ্যোগে কেনা। আমরা সরকারিভাবে স্বাস্থ্য অধিদফতর থেকে কেবল অনুমতি দিয়েছি। কিন্তু বাকি যা খরচ, তা সবই মন্ত্রীর উদ্যোগে। তার উদ্যোগেই আনা হয়েছে নমুনা পরীক্ষার জন্য এক হাজার টেস্ট কিট। আমরা স্বাস্থ্য অধিদফতর থেকে সরকারিভাবে অনুমতি, ২০০টি টেস্ট কিট ও ল্যাবের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। সেই সঙ্গে সেখানে যেন টেস্ট করা যায়, তার ভ্যালিডেশন করেছি। এই কাজগুলো আমরা স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করে দিয়েছি।
ডা. ইকবাল কবীর বলেন, এরই মধ্যে রূপগঞ্জে ট্রায়াল রান শেষ হয়েছে। এর সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে ব্র্যাকের সহায়তায় পাঁচটি নমুনা সংগ্রহের বুথও স্থাপন করা হচ্ছে। এই বুথগুলো বিভিন্ন স্থানে বসানো হবে। সেখান থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হবে। এই বুথগুলোতে নমুনা সংগ্রহের কাজ করার জন্য প্রয়োজনীয় জনবলকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
ল্যাবের ভাইরোলজিস্ট ডা. রুকসানা রায়হান বলেন, এরই মধ্যে কোভিড-১৯ নমুনা পরীক্ষার জন্য ল্যাবের প্রস্তুতি শেষ হয়েছে। এখানে বায়োসেফটি লেভেল-২ ল্যাব নিশ্চিত করা হয়েছে। এখানে জে এস রিসার্চ ব্র্যান্ডের বায়োসেফটি লেভেল-২ ক্যাবিনেট ব্যবহার করা হচ্ছে। এটি কোরিয়া থেকে আনা হয়েছে। এছাড়াও ল্যাবটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন নেগেটিভ প্রেশার দিয়ে সুরক্ষিত করা হয়েছে। এখানে যে পিসিআর মেশিন ব্যবহার করা হয়েছে সেটি বায়োরেড কোম্পানির, যেটির ব্র্যান্ড অরিজিন যুক্তরাষ্ট্র। এই মেশিনের মডেল CFX96। এটি দিয়ে প্রতিবার ৯৪টি স্যাম্পল একবারে পরীক্ষা করা যায়।
এ বিষয়ে গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা বলেন, সারাবিশ্বে কোভিড-১৯ আজ বৈশ্বিক মহামারি হিসেবে দেখা দিয়েছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। কোভিড-১৯ মোকাবিলায় সরকার যথাসাধ্য কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী নিজেও এই অঞ্চলে একটি পরিপূর্ণ টেস্ট ল্যাব স্থাপনার ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়েই বীর মুক্তিযোদ্ধা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এবং তার পরিবার এগিয়ে এসেছে কোভিড-১৯-এর অন্যতম হটস্পট নারায়ণগঞ্জের জন্য অর্থবহ কিছু করতে।
গাজী গোলাম মর্তুজা আরও বলেন, করোনায় আক্রান্ত যারা মাইল্ড সিন্ড্রোমে ভুগছেন, তাদের যদি দ্রুত শনাক্ত করে আইসোলেশনে নেওয়া যায় এবং যারা করোনা পজিটিভের সংস্পর্শে আসতে পারেন, তাদের যদি দ্রুত কোয়ারান্টাইনে নেওয়া যায়, তাহলেই কেবল এই মারাত্মক সংক্রামক রোগটির সংক্রমণের গতি ধীর করা যেতে পারে। সেজন্য সবার আগে প্রয়োজন রোগ শনাক্ত হওয়া। কিন্তু নারায়ণগঞ্জের স্যাম্পল ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো সময়সাপেক্ষ ব্যাপার। এখন থেকে সম্পূর্ণ বিনা খরচে নারায়ণগঞ্জে থেকেই নারায়ণগঞ্জের রোগীদের স্যাম্পল টেস্ট করা সম্ভব। আক্রান্ত মানুষের নমুনা সংগ্রহের পরে দ্রুত শনাক্ত হলে তাদের চিকিৎসা পাওয়ার সুযোগও বাড়বে। এই প্রচেষ্টায় নারায়ণগঞ্জ সংসদীয় এলাকার সব সংসদ সদস্য, ব্যবসায়ী, রাজনৈতিক দলসহ সবাই একযোগে কাজ করছেন, চেষ্টা করছেন মানুষকে সর্বোতভাবে সাহায্য করে যাওয়ার জন্য।
তিনি বলেন, জনগণের পাশে থেকেই আমরা গাজী গ্রুপ সবসময় কাজ করে যাই। এর আগেও বিভিন্ন সংকটে গাজী গ্রুপ বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। এবার করোনা সংকটের এ সময়ে সরকারের পাশে থেকে কাজ করে যাওয়া আমাদের দায়িত্ব। আমরা মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। পিসিআর ল্যাবের বিষয়টি যখন মাথায় আসে, আমরা সেটি দ্রুততার সঙ্গে বসানোর ব্যবস্থা করি। আমরা মনে করি, সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে পারলে পরিস্থিতি উত্তরণে সহায়ক হবে।
গাজী গোলাম মর্তুজা আশাবাদ জানিয়ে বলেন, নারায়ণগঞ্জের মতো দেশের অন্যান্য স্থানেও যদি বিত্তশালীরা ১৫-২০টি করোনা ল্যাব স্থাপন করতে পারেন, তাহলে আমরা কোভিড-১৯-এর সংক্রমণ এড়ানোর যুদ্ধে অনেক দূর এগিয়ে যাব।
ল্যাব উদ্বোধনের অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাঈদ আল মামুন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান মাছুম, রূপগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মীর আব্দুল আলীম, ইউএস বাংলা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিকসহ অন্যরা।
এর আগে, নারায়ণগঞ্জের কাঞ্চনের বেস্ট ওয়ে সিটিতে স্থাপিত এই ল্যাব যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পায় ১৭ এপ্রিল।
আরও পড়ুন- বস্ত্র ও পাটমন্ত্রীর উদ্যোগ: না.গঞ্জেই শনাক্ত হবে করোনা রোগী
গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক পিসিআর ল্যাব পিসিআর ল্যাব উদ্বোধন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক