ডাকাতি করতে গিয়ে ধর্ষণ: আসামির স্বীকারোক্তি
২৯ এপ্রিল ২০২০ ০১:৪৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ০১:৫৭
ফেনী: ফেনীর সোনাগাজীতে ডাকাতি করতে গিয়ে সপ্তম শ্রেণির এক মাদরসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানিয়েছেন, ডাকাতিতে একাধিক ব্যক্তি জড়িত থাকলেও ধর্ষণ তিনি একাই করেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিনের আদালতে আসামি যোবায়ের ইসলাম সোহাগ দায় স্বীকার করে জবানবন্দি দেন।
এর আগে, শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ডাকাত দল ওই মাদরাসা ছাত্রীর ঘরে ডাকাতি করতে যায়। ডাকাতির সময় স্বর্ণালংকার বা মূল্যবান কিছু না পেলে যোবায়ের ওই ছাত্রীকে ধর্ষণ করেন।
এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার রাতে যোবায়ের সোহাগকে গ্রেফতার করে।
ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বলেন, সোহাগ একাই ধর্ষণ করেছে বলে আদালতে জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় অন্য যারা জড়িত, তাদের বিষয়েও তথ্য দিয়েছে। তাদেরকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ধর্ষক আরও কিছু তথ্য দিয়েছে, যা মামলার তদন্ত স্বার্থে গোপন রাখা হয়েছে।
ডাকাতি করতে গিয়ে ধর্ষণ ধর্ষণ মামলার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দী