Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫১ বাংলাদেশি ফিরল জাপান থেকে


২৯ এপ্রিল ২০২০ ০১:২৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ০১:৩৯

ঢাকা: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে জাপানে আটকে পড়া ৫১ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় একটি বিশেষ ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- জাপান থেকে ৪৮ বাংলাদেশি ঢাকার পথে

গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ জানান, করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া কিছু জাপানি নাগরিককে সোমবার (২৭ এপ্রিল) বিশেষ ফ্লাইটে করে তাদের দেশে নিয়ে যাওয়া হয়। ফিরতি ফ্লাইটে করে আবার জাপানে আটকে পড়া ৫১ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। তাদের বেশিরভাগই শিক্ষার্থী।

তৌহিদ আরও জানান, দেশে ফিরে আসা বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা করার পর সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেনটাইনে থাকতে হবে।

৫১ বাংলাদেশি জাপানে আটকে পড়া বাংলাদেশি টপ নিউজ দেশে ফেরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর