চীনে নিষিদ্ধ হলো ‘করোনাভাইরাস অ্যাটাক’
২৯ এপ্রিল ২০২০ ০০:৩৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ০৩:২৬
নভেল করোনাভাইরাসের আক্রমণকে উপজীব্য করে নির্মিত গেম ‘করোনাভাইরাস অ্যাটাক’ আর খেলতে পারছেন না চীনের অধিবাসীরা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রাফিক্সের কারণে ডিজিটাল গেম ডিস্ট্রিবিউটর স্টিমের সংগ্রহশালা থেকে চীনের জন্য ‘ব্লকড’ করে দেওয়া হয়েছে গেমটি। খবর বিবিসি।
এদিকে, চীনের জাতীয় পতাকার আদলে ‘করোনাভাইরাস অ্যাটাক’ গেমটির কালার স্কিম তৈরি করা হয়েছে। পতাকার হলুদ তারকার স্থলে করোনাভাইরাস বসিয়ে দেওয়া হয়েছে। মূলতঃ গেমারদের অভিযোগের প্রেক্ষিতেই গেমটি চীনের জন্য আঞ্চলিকভাবে সরিয়ে নিয়েছে স্টিম। স্টিম স্টোরে ওই গেমটির ব্যাপারে প্রচুর নেগেটিভ রিভিউ জমা হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
‘করোনাভাইরাস অ্যাটাক’ গেমটিতে ‘সেলফিস জম্বি’রা ভাইরাসে আক্রান্ত। তারা সবসময় চেষ্টা করবে তাদের নিজস্ব এলাকা থেকে বের হয়ে বাইরে যেতে। কিন্তু ‘সেলফিস জম্বি’দের ভাইরাস উপদ্রুত অঞ্চল থেকে বের হওয়া ঠেকানোই হলো গেমারের চ্যালেঞ্জ। এছাড়াও, প্রত্যেকটি লেভেল কমপ্লিট করার মাধ্যমে গেমাররা যে ব্যাজ লাভ করবেন সেগুলোর নাম – ‘লিবারেট হংকং’, ‘তাইওয়ান ইজ নট চায়না’ এরকম।
অন্যদিকে, ‘করোনাভাইরাস অ্যাটাক’ গেমটির নির্মাতা মিথজ নিউজ সাইট অ্যাবাকাসকে জানিয়েছেন, চীনের করোনাভাইরাস মোকাবিলা পদ্ধতি নিয়ে তিনি সন্তুষ্ট নন। চীনের সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই তিনি এই গেমটি বানিয়েছিলেন।
‘করোনাভাইরাস অ্যাটাক’ গেমটির ব্যাপারে নেগেটিভ রিভিউ দিয়ে একজন গেমার লিখেছেন – গেমটিতে মানুষের মৃত্যুকে বিনোদনমূলকভাবে উপস্থাপন করা হয়েছে এবং বিশ্বমহামারিকে কৌতুকপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে।
এখনও চীন ব্যতীত অন্যান্য দেশের গেমাররা ‘করোনাভাইরাস অ্যাটাক’ গেমটি খেলতে পারছেন। অবিলম্বে বিশ্বের সকল দেশে গেমটি নিষিদ্ধ করার দাবিও উঠেছে।
প্রসঙ্গত, শুধুমাত্র ‘করোনাভাইরাস অ্যাটাক’ই নয় মার্চ মাসের শুরুর দিকে করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকে যাওয়া শুরু করলে স্টিম থেকে ‘প্লেগ করপোরেশন’ গেমটিও কালো তালিকাভুক্ত করা হয়।