চট্টগ্রামে আরও এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, মোট ১০
২৮ এপ্রিল ২০২০ ২২:৩৫ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ২২:৪৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের শরীরে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামে এক পুলিশ কনস্টেবলসহ তিন জন আছেন। লক্ষ্মীপুর জেলার বাসিন্দা আছেন একজন। এছাড়া চট্টগ্রামের পুরনো দুই রোগীর শরীরে ফের পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
নতুন করে একজন পুলিশ কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় চট্টগ্রামে মোট ১০ পুলিশ সদস্য এই ভাইরাসে আক্রান্ত হলেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় এসব সংক্রমণ শনাক্ত হয়। এদিন মোট ১০০টি নমুনা পরীক্ষা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির সারাবাংলাকে জানান, পরীক্ষায় চট্টগ্রাম জেলায় পুরনো দু’জনসহ পাঁচ জন এবং লক্ষ্মীপুরের একজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার ৫০ বছর বয়সী এক নারী, পতেঙ্গা থানা এলাকার ৩০ বছর বয়সী এক নারী এবং দামপাড়া পুলিশ লাইনের ৫০ বছর বয়সী একজন পুরুষ আছেন। লক্ষ্মীপুরে আক্রান্ত হয়েছেন ৩২ বছর বয়সী নারী।
এছাড়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ২৭ বছর বয়সী একজন পুরুষ ও নগরীর হালিশহরে ৩৫ বছর বয়সী এক নারীর নমুনা পরীক্ষায় আবারও করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ খান সারাবাংলাকে জানান, দামপাড়ায় শনাক্ত হওয়া ব্যক্তি পুলিশ কনস্টেবল। তিনি সিএমপির ট্রাফিক বিভাগের উত্তর জোনে কর্মরত আছেন। বয়স ৫০ বছর। থাকেন চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনের ট্রাফিক ব্যারাকে।
ওই ব্যারাকের বাসিন্দা হিসেবে এ পর্যন্ত আট জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। এর আগে নগরীর লালখানবাজার এলাকার বাসিন্দা সিএমপির এক নায়েকও করোনায় আক্রান্ত হয়েছেন। এ হিসাবে সিএমপিতে মোট ৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া র্যাবের চট্টগ্রাম জোনে কর্মরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শকও করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে চট্টগ্রামের মোট ১০ পুলিশ সদস্য এই ভাইরাসে আক্রান্ত হলেন।
এর আগে, গত ২৬ মার্চ থেকে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শুরু হয়। চট্টগ্রামে এ পর্যন্ত ২ হাজার ৭৪২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১০৮ জনের নমুনায়। মারা গেছেন ছয় জন।
আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম জেলার ৬৫ জন। এছাড়া লক্ষ্মীপুরের ৩৪ জন, নোয়াখালীর চার জন, বান্দরবানের তিন জন এবং ফেনীর দুই জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
করোনাভাইরাস করোনায় আক্রান্ত টপ নিউজ পুলিশ কনস্টেবল পুলিশ করোনায় আক্রান্ত বিআইটিআইডি