Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরাণীগঞ্জের আরও ৩০ হাজার পরিবারে সহায়তা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর


২৮ এপ্রিল ২০২০ ২০:৪৭ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ২১:৩৩

ফাইল ছবি

ঢাকা: কেরাণীগঞ্জের দরিদ্র, দিনমজুর ও কর্মহীন মানুষদের জন্য খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এর আগে দুই দফায় ৫০ হাজার মানুষের মধ্যে লক্ষাধিক প্যাকেট খাদ্য সহায়তা বিতরণ করেছেন তিনি। তৃতীয় ধাপে কেরাণীগঞ্জের ১২টি ইউনিয়নে আরও ৩০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছন তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রতিমন্ত্রী কেরাণীগঞ্জের তেঘরিয়া ও কুন্ডা এলাকায় তৃতীয়বারের মতো খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

খাদ্য সহায়তা বিতরণের সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার নির্দেশনায় নিম্ন আয় ও কর্মহীন মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে প্রথম থেকেই মাঠে আছি। কেরাণীগঞ্জের দরিদ্র, দিনমজুর ও কর্মহীন মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে খাদ্য সহায়তা। শুধু খাদ্য সহায়তা নয়, কেরাণীগঞ্জবাসীর যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকব।

প্রতিমন্ত্রীর উদ্যোগের সঙ্গে উপজেলা চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন। এ কারণে প্রতিমন্ত্রী তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই করোনা সংকট মোকাবিলায় সমাজের বিত্তবানদের আরও বেশি করে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া উচিত।

এসময় সবাইকে হোম কোয়ারেনটাইন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন নসরুল হামিদ বিপু।

কেরাণীগঞ্জে নিম্ন আয়ের মানুষদের সহায়তা খাদ্য সহায়তা বিতরণ নসরুল হামিদ বিপু বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর