করোনায় দায়িত্ব পালনে অনীহা, ওসি প্রত্যাহার
২৮ এপ্রিল ২০২০ ১৯:৫৮ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ২৩:২২
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্তকে পুলিশ সদর দফতরে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হবিগঞ্জের পুলিশ সুপার বলেন, ‘সম্প্রতি বানিয়াচংয়ে বেশকিছু মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে ফিরেছেন। তাদের কোয়ারেনটাইন নিশ্চিত এবং আক্রান্ত পরিবারের সদস্যদের লকডাউনে রাখাসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে পুলিশ। কিন্তু বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত এসব কাজে অনীহা প্রকাশ করেন। যার কারণে তাকে পুলিশ সদর দফতরের আদেশে ক্লোজড করা হয়েছে।’
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা বলেন, ‘করোনার দুর্যোগকালে দায়িত্ব পালন না করার বিষয়টি পুলিশ সদর দফতরের নজরে এলে এক আদেশে ওসিকে প্রত্যাহার করা হয়েছে।’
পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে পুলিশ সদর দফতরেই থাকতে বলা হয়েছে বলে জানান সোহেল রানা।