Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার


২৮ এপ্রিল ২০২০ ১৮:১২

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. এম এ আজাদ (সজল)-এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কালী বাড়ি সড়কের মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ তলায় তার মৃতদেহ পাওয়া যায়।

কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। ওই চিকিৎসকের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো উপর থেকে পড়ে যেতে পারেন অথবা কেউ তাকে ঠেলে ফেলে দিয়েছে। মৃতদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো করা হয়েছে।

এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য লিফটম্যান, হাসপাতালের শিফট ইনচার্জ ও কর্তব্যরতদের মধ্যে আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।

চিকিৎসক টপ নিউজ বরিশাল মৃতদেহ উদ্ধার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর