Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাওরের ৬২ শতাংশ জমির ধান কাটা শেষ


২৮ এপ্রিল ২০২০ ১৬:৪৬

ঢাকা: ইতোমধ্যে হাওর অঞ্চলের প্রায় ৬২ শতাংশ জমির বোরো ধান কাটা শেষ হয়েছে। পাকা অবস্থায় রয়েছে ১৪ শতাংশ এবং এখনো পাকেনি প্রায় ২৪ শতাংশ জমির ধান। মঙ্গলবার (২৮ এপ্রিল) কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রের বরাত দিয়ে কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, কৃষক ও শ্রমিকদেরকে উৎসাহ ও সহমর্মিতা-সহানুভূতি জানাতে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি আগামীকাল বুধবার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, সদর ও তাহিরপুর উপজেলায় হাওরে কৃষকেদের বোরো ধান কাটা পরিদর্শনে যাচ্ছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে হাওরাঞ্চলের কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া- এই সাতটি জেলায় এবছর শুধু হাওরে ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে।

এর মধ্যে (২৭ এপ্রিল) পর্যন্ত কাটা হয়েছে প্রায় ২.৭৪ লাখ হেক্টর জমির ধান, যা শতকরা ৬২ ভাগ।

এর মধ্যে সিলেটে ৬৫ শতাংশ, মৌলভীবাজারে ৭২ শতাংশ, হবিগঞ্জে ৫৫ শতাংশ, সুনামগঞ্জে ৬৫ শতাংশ, নেত্রকোনায় ৭৪ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ শতাংশ এবং কিশোরগঞ্জে ৪৭ শতাংশ বোরো ধান কাটা হয়েছে।

কৃষি ধানকাটা বোরো হাওর

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর