Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের পাঁচ লাখ ‘ত্রুটিপূর্ণ’ কিটের অর্ডার বাতিল করল ভারত


২৮ এপ্রিল ২০২০ ১৪:৩১ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ১৭:৫৬

ব্যবহারের সময় ‘ত্রুটিপূর্ণ’ হিসেবে আবিষ্কৃত হওয়ার পর, চীনে উৎপাদিত নভেল করোনাভাইরাস পরীক্ষার পাঁচ লাখ র‍্যাপিড টেস্টিং কিটের অর্ডার বাতিল করেছে ভারত। এছাড়াও, বিভিন্ন রাজ্যে চীনের ওই কিট দিয়ে নভেল করোনাভাইরাস টেস্ট স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) এ খবর জানিয়েছে বিবিসি।

চীন থেকে আমদানি করা ওই র‍্যাপিড টেস্টিং কিট দিয়ে ৩০ মিনিটের মধ্যে রক্তের অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে আক্রান্তের শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি আছে কি না – তা জানা যাবে বলে উৎপাদক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু মাঠ পর্যায়ে ব্যবহারের পর দেখা যাচ্ছে ওই কিটগুলো সঠিক ফলাফল দিতে পারছে না। এমন অভিযোগ করেছেন করোনাভাইরাস পরীক্ষার সঙ্গে জড়িত ভারতের কয়েকজন বিজ্ঞানী।

বিজ্ঞাপন

এদিকে, চীনের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে হয়েছে। দিল্লির চায়না মিশনের মুখপাত্র জি রং মঙ্গলবার (২৮ এপ্রিল) এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, চীনের পক্ষ থেকে ভারতে পাঠানো সকল মেডিকেল ইকুইপমেন্ট পরীক্ষা করে পাঠানো হয়েছে। ব্যবহার করার আগেই ভারতের এ ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে, ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিল (আইএমসিআর) জানিয়েছে চীনের দুইটি কোম্পানির কাছ থেকে আমদানি করা ওই কিটগুলোর কার্যকরীতা ৫ শতাংশেরও নিচে। এছাড়াও, আইএমসিআরের মান নিয়ন্ত্রণ পরীক্ষাও উতরাতে পারেনি ওই টেস্টিং কিটগুলো।

এছাড়াও, আগেই নভেল করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ প্রমাণ হয়েছে এরকম অনেক রোগীর নমুনা চীনের ওই কিটগুলোর মাধ্যমে পরীক্ষা করে দেখা গেছে তাদের ফলাফল নেগেটিভ এসেছে। তারপরই চীনের কাছে পাঁচ লাখ র‍্যাপিড টেস্টিং কিটের অর্ডার বাতিল করেছে ভারত। তবে সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে – দাম নিয়ে বনিবনা না হওয়ায় এই অর্ডার বাতিল করেছে ভারত।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এর আগেও চীনের পক্ষ থেকে স্পেনে পাঠানো র‍্যাপিড টেস্টিং কিট ‘ত্রুটিপূর্ণ’ হিসেবে আবিষ্কৃত হওয়ার পর ওই কিটগুলো পরিবর্তন করে দিয়েছিল চীন।

আরও পড়ুন –

স্পেনে পাঠানো ‘ত্রুটিপূর্ণ’ টেস্টিং কিট পরিবর্তন করে দেবে চীন

কোভিড-১৯ চীন নভেল করোনাভাইরাস ভারত র‍্যাপিড টেস্টিং কিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর