Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনভর ঝড়-বৃষ্টিতে চোখ রাঙাবে বজ্রপাত


২৮ এপ্রিল ২০২০ ১৪:০০

ঢাকা: দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টি থাকবে আগামী ২৪ ঘণ্টায়। তবে এতে কাল বৈশাখীর আভাস না থাকলেও চোখ রাঙাবে বজ্রপাত। মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদফতর বলছে, সকাল থেকে দেশের সিলেট ও রাজশাহী অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। তবে রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলেও দুপুর কিংবা বিকেল থেকে শুরু হবে এ ঝড়-বৃষ্টি। কোথাও কোথাও রাতের দিকে দেখা দিবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ বজলুর রশিদ সারাবাংলাকে বলেন, ‘এ ঝড়-বৃষ্টিতে কাল বৈশাখীর কোনো আভাস নেই। থাকবে না শিলাবৃষ্টিও। তবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দেখা মিলবে না সূর্যের। এ কারণে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কম থাকলেও প্রায় অপরিবর্তিত থাকবে।’

এ ঝড়-বৃষ্টিতে দেশের অভ্যন্তরীণ নৌ-বন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

চোখ রাঙানো ঝড়-বৃষ্টি টপ নিউজ বজ্রপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর