জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই
২৮ এপ্রিল ২০২০ ০৮:৫৮ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ১৪:১৮
ঢাকা: খ্যাতিমান প্রকৌশলী জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে স্কয়ার হাসপাতালে এই বরেণ্য অধ্যাপকের মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর।
স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আহসান হাবিব সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে আমাদের হাসপাতালে ভোর সাড়ে চারটার দিকে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন।’
অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্য-প্রযুক্তিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। একুশে পদক পাওয়া এই সিভিল ইঞ্জিনিয়ারকে ২০১৮ সালে সরকার জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয় সরকার। দেশের প্রথম মেগা প্রকল্প বঙ্গবন্ধু সেতু নির্মাণে ৫ সদস্যের বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যানও ছিলেন তিনি।