Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন মেডিকেল কলেজে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পিপিই হস্তান্তর


২৮ এপ্রিল ২০২০ ০৩:২৪

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে চায়না মেশিনারি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন থেকে পাওয়া মাস্ক ও সুরক্ষা পোশাক তিনটি মেডিকেল কলেজ হাসপাতালে বিতরণ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ, মিটফোর্ড মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী হাসপাতাল এই তিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঝিনাইদহ জেলা প্রশাসন ও নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলা প্রশাসনে মাস্ক ও সুরক্ষা পোশাক হস্তান্তর করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তাঁর বেইলী রোডের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে ডাক অধিদফতরের মহাপরিচালক এসএস ভদ্র এর নিকট এই সব সামগ্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে বিতরণের জন্য আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর-রহমান ভিডিও কনফারেন্সে এ সময় যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

গত ২৫ এপ্রিল শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর সম্মানে চায়না মেশিনারি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের চীফ রিপ্রেজেনটেটিভ চেন শিন পাঁচ হাজার মাস্ক ১০টি ইলেক্ট্রনিক থার্মাল থার্মোমিটার এবং আট পিস প্রোটেকটিভ ক্লথ ডাক ও টেলিযোগাযোগ বিভাগে হস্তান্তর করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: নূর-উর-রহমান ঢাকায় ডাক অধিদফতরে সম্মেলন কক্ষে মন্ত্রীর পক্ষ থেকে এই সব সামগ্রী গ্রহণ করেন।

ওই সব নিরাপত্তা সামগ্রী ডাক অধিদফতর থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড, ঢাকায় দুই পিস প্রোটেকটিভ ক্লথ ও তিনটি ইলেক্ট্রনিক থার্মাল থার্মোমিটার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য দুই পিস প্রোটেকটিভ ক্লথ, তিনটি ইলেক্ট্রনিক থার্মাল থার্মোমিটার এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে দুই পিস প্রোটেকটিভ ক্লথ, তিনটি ইলেক্ট্রনিক থার্মাল থার্মোমিটার প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া নেত্রকোণা জেলার খালিয়াজুরীতে এক হাজারটি মাস্ক, ঝিনাইদহ জেলা প্রশাসনকে এক হাজারটি মাস্ক, ডাক অধিদফতরকে এক হাজার একশতটি মাস্ক এবং অবশিষ্ট ১৯শ মাস্ক ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং এর অধীন আরও ৮টি সংস্থার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ডাকঘরের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

করোনাভাইরাস ডাক ও টেলিযোগাযোগ বিভাগ তিন মেডিকেলে পিপিই বিতরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর