ঢাকার যেসব এলাকায় করোনা সংক্রমণ বেশি
২৭ এপ্রিল ২০২০ ২৩:৫২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ০০:৫৬
ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী সারাদেশের মধ্যে রাজধানী ঢাকা শহরেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এখন পর্যন্ত সংক্রমিত ব্যক্তিদের প্রায় অর্ধেকই ঢাকার। ঢাকার মধ্যে কোন এলাকাগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ বেশি, স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে সে তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত বুলেটিনে তিনি বলেন, ঢাকার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত এলাকাগুলো হলো— রাজারবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মোহাম্মদপুর, বংশাল, মহাখালী ও মিটফোর্ড। এসব এলাকায় প্রায় সমানসংখ্যক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনাভাইরাস সংক্রমণের শুরুর দিকে মিরপুর ও পুরান ঢাকা এলাকায় সংক্রমণের হার বেশি ছিল। এখনো এসব এলাকায় সংক্রমণ নেহায়েত কম নেই। নাসিমা সুলতানা জানান, আগের এলাকাগুলোর পরেই সংক্রমণের সংখ্যায় এগিয়ে রয়েছে মিরপুর-১৪, তেজগাঁও, ওয়ারী, শাহবাগ, কাকরাইল ও উত্তরার মতো এলাকাগুলো।
এদিন ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৪৯৭ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে মোট পাঁচ হাজার ১৫২ জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেল। একই সময়ে সাত জনসহ দেশে কোভিড-১৯ আক্রান্ত মোট ১৫২ জন মারা গেলেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯ জন কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ও হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এখন পর্যন্ত বাংলাদেশে মোট ১৩১ জন সুস্থ হয়ে উঠেছেন। এ তথ্য জানিয়ে ডা. নাসিমা সুলতানা বলেন, এই সংখ্যাটি কেবল হাসপাতালে চিকিৎসাধীনদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত বেশিরভাগ মানুষ ঘরেই চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে কতজন সুস্থ হয়েছেন, সে পরিসংখ্যান এখনো হিসাব করা সম্ভব হয়নি।
করোনাভাইরাস করোনাভাইরাসে আক্রান্ত কোভিড-১৯ ঢাকায় আক্রান্ত এলাকা রাজধানী ঢাকা