Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে ৪ জেলায় এখনও করোনা আক্রান্ত পাওয়া যায়নি


২৮ এপ্রিল ২০২০ ০০:৩০

ঢাকা: বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষিত নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) বাংলাদেশে এখন পর্যন্ত ৬০ জেলায় পাঁচ হাজার ৯১৩ জন আক্রান্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত দেশের চারটি জেলায় কোভিড-১৯ সংক্রমণ পাওয়া যায়নি।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এসব এলাকার কথা জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, বাংলাদেশে ৬০টি জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। এখন পর্যন্ত চারটি জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। জেলাগুলো হলো- চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ও রাঙামাটি, খুলনা বিভাগের সাতক্ষীরায় ও রাজশাহী বিভাগের নাটোর। যদিও আগে নাটোরে একজন রোগীর কথা বলা হয়েছিল। তবে তিনি ঢাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা নাটোর।

২৭ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৪৯৭ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে মোট পাঁচ হাজার ৯১৩ জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেলো। এই ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন আরও সাতজন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ১৫২ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘন্টায় নয়জন কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। এখন পর্যন্ত বাংলাদেশে মোট ১৩১ জন সুস্থ হয়ে উঠেছেন বলেও জানানো হয়। তবে বাসায় থেকে কতজন সুস্থ হয়ে উঠছেন সে বিষয়ে তথ্য এখনও আপডেট করা হয়নি বলেও জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিজ্ঞাপন

৪ জেলা করোনা আক্রান্ত পাওয়া যায়নি