Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাল থেকে রেস্তোরাঁয় ইফতার বিক্রি, মুদি দোকান খোলা রাখার সময় বাড়ল


২৭ এপ্রিল ২০২০ ১৯:২৯ | আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ২০:০৬

ঢাকা: রাজধানীতে প্রতিষ্ঠিত রেঁস্তোরাগুলোকে আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ইফতার সামগ্রী প্রস্তুত করে বিক্রির অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে কেউ সেখানে বসে খাবার বা ইফতার গ্রহণ করতে পারবেন না।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সামাজিক দুরত্ব বজায় রেখে হোটেল রেস্তোরাঁ খুলে ইফতার সামগ্রী বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। তবে কেউ ফুটপাতে কোনো ধরনের ইফতারির পসরা বসিয়ে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় করতে পারবেন না। নগরবাসী প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট-হোটেল থেকে ইফতার সামগ্রী ক্রয় করতে পারবেন।

তবে ইফতার সামগ্রী বিক্রেতা এবং ক্রেতা সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

অন্যদিকে রাজধানীর পাড়া-মহল্লার নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রবাদি ক্রয় করতে পারবেন।

তবে স্বীকৃত কাঁচা বাজার ও সুপারশপসমূহ আগের ন্যায় প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ উদ্ভূত এ সংকট মোকাবিলায় নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

করোনাভাইরাস টপ নিউজ ডিএমপি মুদি দোকার রেস্তোরাঁ লকডাউন হোটেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর