২৪ ঘণ্টা আইনি সহায়তা পাওয়া যাবে লিগ্যাল এইডের হেল্প লাইনে
২৭ এপ্রিল ২০২০ ১৮:৫৪ | আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ১৮:৫৫
ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের অফিস-আদালত সব বন্ধ রয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে বিচারপ্রার্থীদের আইনগত সহায়তা দিতে ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’ তাদের হেল্প লাইন ২৪ ঘণ্টা খুলে দিয়েছে। এখন থেকে তাদের কল সেন্টারে ১৬৪৩০ নম্বরে ফোন করে আইনি সহায়তা পাওয়া যাবে।
সোমবার (২৭ এপ্রিল) আইন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কল সেন্টারটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক নির্দেশে ২৪ ঘণ্টা খোলা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা যায়, ২০০৯ থেকে সাল চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত গত দশ বছরে পাঁচ লাখ সাত হাজার চল্লিশ জন দরিদ্র-অসহায় মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা দিয়েছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। এটি আইন মন্ত্রণালয়ের অধীনেই বিচারপ্রার্থীদের সহায়তা দেওয়া হয়।
আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীর আইনি অধিকার নিশ্চিত করতে তাদেরকে আইনগত সহায়তা দিতে ২০০০ সালে প্রণয়ন করা হয় আইনগত সহায়তা প্রদান আইন-২০০০।
সংস্থাটি গত ১০ বছরে ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ লাখ ৮৪ হাজার ৮২৩ জনকে, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২০ হাজার ৯২ জনকে, জাতীয় হেল্প লাইন কলসেন্টারের ১৬৪৩০ নম্বরে ফোন কলের মাধ্যমে ৮৩ হাজার ৯১৮ জনকে এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ১৮ হাজার ২০৭ জনকে আইনগত সহায়তা দিয়েছে। একই সময়ে সংস্থাটি ১ লাখ ২৬ হাজার ৪৯২টি লিগ্যাল এইড মামলাও নিষ্পত্তি করেছে।
এছাড়া ‘ডিজিটাল লিগ্যাল এইড’ সেবা প্রদানের জন্য ২০১৮ সালের অক্টোবরে ‘বিডি লিগ্যাল এইড’ নামে একটি অ্যাপ চালু করেন আইনমন্ত্রী আনিসুল হক। এতে দেশের যে কোনও প্রান্ত থেকে অ্যাপটির সাহায্যে ঘরে বসেই বিনা খরচে আইনি সহায়তা পাচ্ছেন অসহায় ও অসচ্ছল বিচারপ্রার্থী জনগণ।