Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বে সামরিক ব্যয় বেড়েছে ৩.৬ শতাংশ: গবেষণা


২৭ এপ্রিল ২০২০ ১৭:০৩

২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে সম্মিলিতভাবে বিশ্বের সামরিক ব্যয় বেড়েছে ৩.৬ শতাংশ। বিভিন্ন দেশের বাৎসরিক সামরিক ব্যয় পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে স্টকহোম ভিত্তিক আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট (এসআইপিআরআই)। সোমবার (২৭ এপ্রিল) এ খবর জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

ওই গবেষণা থেকে জানা যায়, ২০১৯ সালে বিশ্বের মোট সামরিক ব্যয় ছিল এক হাজার ৯১৭ বিলিয়ন মার্কিন ডলার। যা ২০১৮ সালের বৈশ্বিক সামরিক ব্যয়ের তুলনায় ৩.৬ শতাংশ বেশি। এবং এই ব্যয়বৃদ্ধি গত দশকের মধ্যে সর্বোচ্চ।

বিজ্ঞাপন

এদিকে, ২০১৯ সামরিক ব্যয়ে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও, সামরিক খাতে ব্যয়ে শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে চীন, ভারত, রাশিয়া ও সৌদি আরব।

অন্যদিকে, ২০১৯ সালে জিডিপির ২.২ শতাংশ ব্যয় করা হয়েছে সামরিক খাতে বলে জানিয়েছে এসআইপিআরআই।

এ ব্যাপারে এসআইপিআরআই এর গবেষক ড. নান তিয়ান জানিয়েছেন, ২০১৯ সালের সামরিক ব্যয় ২০১০ সালের তুলনায় বেড়েছে ৭.২ শতাংশ। বছরের পর বছর সামরিক ব্যয় লাগামহীনভাবে বেড়েই চলেছে।

তবে, এসআইপিআরআই এর পক্ষ থেকে জানানো হয়েছে ২০২০ সালে নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্ব মহামারি কোভিড-১৯ এও ব্যাপক সংক্রমণের মুখে আগামী বছরে হয়তো সামরিক ব্যয় হয়তো কিছুটা কমে আসবে।

আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট (এসআইপিআরআই) চীন যুক্তরাষ্ট্র সামরিক ব্যয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর